লুট হওয়া অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ভারি অস্ত্র উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) সকালে পূর্বাচলে ফায়ার সার্ভিসের ট্রেনিং গ্রাউন্ডে ভলান্টিয়ার সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
এদিন সকালে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জেন রূপগঞ্জে পূর্বাচলে ফায়ার সার্ভিসের মাল্টিপারপাস ট্রেনিং সেন্টারে মহড়া পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনী কাজ করে জনগণের জন্য। এই বাহিনীতে কোনো সমস্যা থাকলে পরামর্শ দেওয়ার সুযোগ আছে। সরকার সেই পরামর্শ সুপারিশ আকারে গ্রহণ করবে।
এসময় দুর্যোগ মোকাবিলায় ৫৫ হাজার ভলান্টিয়ারকে ট্রেনিং দেওয়া কথা জানান উপদেষ্টা। বিশেষ অবদানে ২২ জনকে দেওয়া হয় সম্মাননা। যেকোনো সময় ফায়ার সার্ভিসের পাশে ভলান্টিয়াররা পাশে থাকবে সেই প্রত্যাশা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী, ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহাম্মদ জায়েদ কামালসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে