ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার সাবেক স্ত্রী সাবিকুন নাহার বিচ্ছেদের এক মাসের মধ্যেই আবার বিয়ে করেছেন। মঙ্গলবার সাবিকুন নাহার নিজেই একটি পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন।
তিনি লিখেছেন, দুনিয়াকে ক্ষণস্থায়ী ভেবে, পরকালের কথা বুঝেই তারা আবার একসঙ্গে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সাবিকুন নাহার জানান, নিজের ভাবনা–চিন্তা, ভুল বোঝাবুঝি ও মান–অভিমান কাটিয়ে তারা নতুন করে সংসার শুরু করেছেন।
পোস্টে তিনি সন্তানদের কথাও উল্লেখ করেন। লেখেন, তাদের সন্তান আয়িশা প্রতিনিয়ত বাবাকে খুঁজে, আর ছোট উসমানও মাকে না পেয়ে কষ্ট পায়। সন্তানদের এই বিচ্ছিন্নতা তাদের গভীরভাবে নাড়া দিয়েছে।
বিচ্ছেদ নিয়ে সাবিকুন নাহার বলেন, আগের ঘটনার অনেকটাই ভুল বোঝাবুঝি ছিল। রাগ–জেদ থেকেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, হয়তো তাদের ভাগ্যেই ছিল আবার এক হওয়া।
শেষে তিনি লিখেন, সন্তানরা বাবা–মাকে ফিরে পেয়েছে—এটাই সবচেয়ে বড় শান্তি। ‘আলহামদুলিল্লাহ’, বলে কৃতজ্ঞতা জানান তিনি।

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে