শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াতকে ভোট দিলে তিনি ‘মৃতদেহ’ হিসেবেই ফিরবেন। শুক্রবার ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন

ফজলুর রহমান বলেন, তাকে উদ্দেশ্য করে ‘ফজা পাগলা’ নামে কটূক্তি করা হচ্ছে, আর এসব করছেন জামায়াতের লোকজন। তিনি দাবি করেন, জামায়াত ও মুক্তিযুদ্ধবিরোধী মহল তাকে নিয়ে অপপ্রচার চালালেও তিনি জনগণের পক্ষে কথা বলতে থাকবেন।

তিনি অভিযোগ করেন, তাকে প্রায়ই গালমন্দ ও হুমকির মুখে পড়তে হয়। তিনি বলেন, তার অপরাধ হলোমুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কথা বলা। ফজলুর রহমান জানান, জামায়াতের নেতারা মুক্তিযুদ্ধকে ‘গণ্ডগোল’ বলে উল্লেখ করায় তিনি তিন দিন অপেক্ষা করেন। কিন্তু কেউ প্রতিবাদ না করায় তিনি নিজেই মুখ খুলেছেন।

তাঁর ভাষ্যে, দেশের স্বাধীনতার জন্য যারা লড়েছেন, তিনি তাদের একজন। তাই মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার হলে তিনি চুপ করে থাকতে পারেন না। তিনি বলেন, তার দল নিরব থাকলেও তিনি নিজের দায়িত্ববোধ থেকে কথা বলেন।

ফজলুর রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকারের চেষ্টা হলে রাজনৈতিকভাবেও তার মোকাবিলা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর এবং অন্যান্য স্থানীয় নেতারা।

বিষয় : ফজলুর রহমান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫


জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: ফজলুর রহমান

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমান বলেছেন, জামায়াতকে ভোট দিলে তিনি ‘মৃতদেহ’ হিসেবেই ফিরবেন। শুক্রবার ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।ফজলুর রহমান বলেন, তাকে উদ্দেশ্য করে ‘ফজা পাগলা’ নামে কটূক্তি করা হচ্ছে, আর এসব করছেন জামায়াতের লোকজন। তিনি দাবি করেন, জামায়াত ও মুক্তিযুদ্ধবিরোধী মহল তাকে নিয়ে অপপ্রচার চালালেও তিনি জনগণের পক্ষে কথা বলতে থাকবেন।তিনি অভিযোগ করেন, তাকে প্রায়ই গালমন্দ ও হুমকির মুখে পড়তে হয়। তিনি বলেন, তার অপরাধ হলো—মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিকৃতির বিরুদ্ধে কথা বলা। ফজলুর রহমান জানান, জামায়াতের নেতারা মুক্তিযুদ্ধকে ‘গণ্ডগোল’ বলে উল্লেখ করায় তিনি তিন দিন অপেক্ষা করেন। কিন্তু কেউ প্রতিবাদ না করায় তিনি নিজেই মুখ খুলেছেন।তাঁর ভাষ্যে, দেশের স্বাধীনতার জন্য যারা লড়েছেন, তিনি তাদের একজন। তাই মুক্তিযুদ্ধ নিয়ে অপপ্রচার হলে তিনি চুপ করে থাকতে পারেন না। তিনি বলেন, তার দল নিরব থাকলেও তিনি নিজের দায়িত্ববোধ থেকে কথা বলেন।ফজলুর রহমান আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে অস্বীকারের চেষ্টা হলে রাজনৈতিকভাবেও তার মোকাবিলা করা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি উম্মে কুলসুম রেখা, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রতন, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস. এম. কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান স্বপন ঠাকুর এবং অন্যান্য স্থানীয় নেতারা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত