স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে তিনি ঢাকায় থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্যটি শেয়ার করেন।
আসিফ মাহমুদ বলেছেন, তিনি অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদের নির্বাচনী কার্যক্রম শুরু হওয়ার আগে দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ হিসেবে ‘ইতিহাসের সেরা নির্বাচন’ উপহার দেওয়ার দায়িত্ব রয়েছে। তাই যাদের নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে, নিরপেক্ষতার স্বার্থে তাদেরও তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করা উচিত।
নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি জানান, ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও কোন আসন থেকে বা কোন দলের হয়ে লড়বেন, তা এখনও ঠিক করেননি। তবে তার পরিকল্পনা রয়েছে ঢাকায় থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার।
বিষয় : আসিফ মাহমুদ

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে