সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না : সিইসি

পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না : সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যদি পর্যবেক্ষকদের দৃষ্টি অসহয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে নাতাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট অবশ্যই স্বচ্ছ হতে হবে

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এজেন্ডা একটাই জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সামনে এগুতে চায় ইসি। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন, কিনা তা নিয়ে রিপোর্ট দিতে হবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে। তবে রিপোর্ট হতে হবে স্বচ্ছ। পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না।

ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনএবারের নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক বেশি হবেপর্যবেক্ষক সংস্থার জন্য এবার কিছু কাজ চ্যালেঞ্জ বলে মনে করেন সানাউল্লাহতিনি বলেন, ‘অতীতকে কোনভাবে সামনে আনতে চাই নাঅতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইসিকোনো অবস্থাতেই পক্ষপাতিত্বমূলক আচরণ করা যাবে নাএর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নির্বাচনে আসতে সমস্যা হবে।’

বিষয় : সিইসি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না : সিইসি

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৫

featured Image
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতির সঙ্গে জড়িত না হওয়ার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, যদি পর্যবেক্ষকদের দৃষ্টি অসৎ হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট অবশ্যই স্বচ্ছ হতে হবে।মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এজেন্ডা একটাই জাতিকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেয়া। অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করতে চাই না। সামনে এগুতে চায় ইসি। সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। নির্বাচন কর্মকর্তারা কাজ করছেন, কিনা তা নিয়ে রিপোর্ট দিতে হবে পর্যবেক্ষক সংস্থাগুলোকে। তবে রিপোর্ট হতে হবে স্বচ্ছ। পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। পর্যবেক্ষকদের চোখ দুষ্টু হলে নির্বাচন সুষ্ঠু হবে না।ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নির্বাচন হতে যাচ্ছে ত্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে ভোটার টার্ন আউট অনেক বেশি হবে। পর্যবেক্ষক সংস্থার জন্য এবার কিছু কাজ চ্যালেঞ্জ বলে মনে করেন সানাউল্লাহ। তিনি বলেন, ‘অতীতকে কোনভাবে সামনে আনতে চাই না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে চায় ইসি। কোনো অবস্থাতেই পক্ষপাতিত্বমূলক আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে ভবিষ্যতে নির্বাচনে আসতে সমস্যা হবে।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত