বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে ব্যতিক্রমী আয়োজন সবুজের অভিযান

গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে ব্যতিক্রমী আয়োজন সবুজের অভিযান
ছবি- সংগৃহীত

গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষাকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। গতানুগতিক পরীক্ষার গণ্ডি পেরিয়ে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে "সবুজের অভিযান" শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।

শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষি শিক্ষা প্রদান এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় কলেজের আঙ্গিনা ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী কার্যক্রমে যুক্ত করাই আমাদের উদ্দেশ্য। বৃক্ষরোপণের মাধ্যমে তারা কৃষি শিক্ষা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে।”

শিক্ষার্থীরাও কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানায়। তাদের মতে, পরীক্ষার অংশ হিসেবে এমন আয়োজন অত্যন্ত শিক্ষণীয় ও আনন্দদায়ক। রোপণকৃত এসব গাছ ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

বিষয় : তারুণ্য গাজিপুর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে ব্যতিক্রমী আয়োজন সবুজের অভিযান

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
গাজীপুর সেন্ট্রাল পাবলিক কলেজে কৃষি শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষাকে কেন্দ্র করে এক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। গতানুগতিক পরীক্ষার গণ্ডি পেরিয়ে কলেজ প্রশাসন শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে "সবুজের অভিযান" শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।শিক্ষার্থীদের হাতে-কলমে কৃষি শিক্ষা প্রদান এবং তাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় কলেজের আঙ্গিনা ও আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী কার্যক্রমে যুক্ত করাই আমাদের উদ্দেশ্য। বৃক্ষরোপণের মাধ্যমে তারা কৃষি শিক্ষা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করতে পারবে।”শিক্ষার্থীরাও কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানায়। তাদের মতে, পরীক্ষার অংশ হিসেবে এমন আয়োজন অত্যন্ত শিক্ষণীয় ও আনন্দদায়ক। রোপণকৃত এসব গাছ ভবিষ্যতে কলেজ ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত