সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

ঢাকা সফরে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ভুটানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন উভয় নেতা। তারা জানান, দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী ও বহুমুখী হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।

ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে জানান, ভুটানের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি বিশেষ সৌহার্দ্য অনুভব করে। তিনি দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।

বিষয় : রাষ্ট্রপতি ভুটান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

featured Image
ঢাকা সফরে এসে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। রবিবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে ভুটানের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেন উভয় নেতা। তারা জানান, দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতা ভবিষ্যতে আরও শক্তিশালী ও বহুমুখী হবে বলে আশা করা হচ্ছে।বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন।ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করে জানান, ভুটানের জনগণ বাংলাদেশের মানুষের প্রতি বিশেষ সৌহার্দ্য অনুভব করে। তিনি দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন।সাক্ষাতে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরুদ্দিন, ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত কর্মা হামু দর্জি এবং ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী প্রতিনিধি দলের সদস্যরা। বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেরিং তোবগে রাষ্ট্রপতির সঙ্গে স্মারক ছবি তোলেন এবং অতিথি বইয়ে স্বাক্ষর করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত