সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

দ্বীপে শুরু নির্বাচনের ঝড়: হাতিয়ায় সমাবেশে জনস্রোত, ষড়যন্ত্রের বুকে সোজা চ্যালেঞ্জ -মাহবুবের রহমান শামীম

দ্বীপে শুরু নির্বাচনের ঝড়: হাতিয়ায় সমাবেশে জনস্রোত, ষড়যন্ত্রের বুকে সোজা চ্যালেঞ্জ -মাহবুবের রহমান শামীম
দ্বীপে শুরু নির্বাচনের ঝড়: হাতিয়ায় সমাবেশে জনস্রোত, ষড়যন্ত্রের বুকে সোজা চ্যালেঞ্জ -মাহবুবের রহমান শামীম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে—এ ট্রেন আর কেউ থামাতে পারবে না।

রোববার বিকেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাতিয়ার জনতার ঢল প্রমাণ করেছে—দ্বীপবাসী পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে।

শামীম বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল মরিয়া হয়ে নেমেছে। বাংলাদেশকে নিয়ে চলছে নোংরা ষড়যন্ত্র। কিন্তু এ ষড়যন্ত্র মোকাবিলায় হাতিয়ার মানুষ কখনোই দমে যাবে না।

তিনি আরও বলেন, সারাদেশের মাঠে-মাঠে, ঘাটে-ঘাটে জনতার যে ঢল নেমেছে—এ ঢল ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে।

শামীম অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে হাতিয়ার মানুষ শুধু বঞ্চনাই পেয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজি এই দ্বীপকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। তিনি প্রতিশ্রুতি দেন—বিএনপি সরকার গঠিত হলে হাতিয়ার নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। 

তিনি বলেন, হাতিয়ার পর্যটন সম্ভাবনা অনন্য। আমরা দীর্ঘ পরিকল্পনা করছি, হাতিয়াকে দেশের সেরা পর্যটন রোল মডেল হিসেবে গড়ে তুলতে এবং বিএনপি ক্ষমতায় আসলে গড়ে তুলবো। 

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।

সমাবেশে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, মাসউদুর রহমান বাবর, আমিরুল হায়দার সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর মোকাররম বিল্লা সাহাদাতসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি রাজনীতি হাতিয়া সমাবেশ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


দ্বীপে শুরু নির্বাচনের ঝড়: হাতিয়ায় সমাবেশে জনস্রোত, ষড়যন্ত্রের বুকে সোজা চ্যালেঞ্জ -মাহবুবের রহমান শামীম

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৫

featured Image
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, দেশের মানুষ আজ পরিবর্তনের পথে ঐক্যবদ্ধ। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে—এ ট্রেন আর কেউ থামাতে পারবে না।রোববার বিকেলে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে হাতিয়ার জনতার ঢল প্রমাণ করেছে—দ্বীপবাসী পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছে।শামীম বলেন, নির্বাচনকে বানচাল করতে একটি মহল মরিয়া হয়ে নেমেছে। বাংলাদেশকে নিয়ে চলছে নোংরা ষড়যন্ত্র। কিন্তু এ ষড়যন্ত্র মোকাবিলায় হাতিয়ার মানুষ কখনোই দমে যাবে না।তিনি আরও বলেন, সারাদেশের মাঠে-মাঠে, ঘাটে-ঘাটে জনতার যে ঢল নেমেছে—এ ঢল ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে বিপুল ভোটে বিজয়ের মধ্য দিয়ে শেষ হবে।শামীম অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে হাতিয়ার মানুষ শুধু বঞ্চনাই পেয়েছে। সন্ত্রাস আর চাঁদাবাজি এই দ্বীপকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল। তিনি প্রতিশ্রুতি দেন—বিএনপি সরকার গঠিত হলে হাতিয়ার নৌপথ, সড়ক, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়ন করা হবে। তিনি বলেন, হাতিয়ার পর্যটন সম্ভাবনা অনন্য। আমরা দীর্ঘ পরিকল্পনা করছি, হাতিয়াকে দেশের সেরা পর্যটন রোল মডেল হিসেবে গড়ে তুলতে এবং বিএনপি ক্ষমতায় আসলে গড়ে তুলবো। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য এ কে এম ফজলুল হক খোকন। বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা।সমাবেশে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, মাসউদুর রহমান বাবর, আমিরুল হায়দার সাজ্জাদ, লুৎফুল্লাহিল মজিদ নিশান, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি প্রফেসর মোকাররম বিল্লা সাহাদাতসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত