সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

কারাগারের অমানবিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

কারাগারের অমানবিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট
সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনের কঠিন অভিজ্ঞতা, মিথ্যা মামলা, জুলুম এবং কারাগারের অমানবিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়ে বাংলাদেশের পর্যবেক্ষণ করা রাজনৈতিক জীবনের তিক্ত অভিজ্ঞতা, মিথ্যা মামলা-জুলুম এবং কারাগারের অমানবিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন।

পোস্টে তিনি কারাগারে তার মেয়েকে দেখার সময় দেয়া এক ব্যাগের স্মৃতি বর্ণনা করেন, ‘আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম! ব্যাগটা জেলের ভেতরে এক বন্দি বানিয়েছিল! তার কাছ থেকে কিনেছিলাম! জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কি না এই ব্যাগটা!’

তিনি লেখেন, গত পনেরো বছরে রাজনৈতিক যে ধরনের দমন, মিথ্যা মামলা ও গণহত্যামূলক কৌশল প্রয়োগ হয়েছে তা তিনি ব্যক্তিগতভাবে দেখেছেন। নিজে সম্পর্কে তিনি দাবি করেছেন, ‘আমার বিরুদ্ধে আওয়ামী লীগের করা, ১১০-এর বেশি মামলার আসামি ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম!’ তিনি আরো উল্লেখ করেন যে জেলে থাকা অবস্থায় কোর্টে কোর্টে অসুস্থ স্ত্রীকে দৌড়াতে দেখেছেন এবং জেলের ভেতর শুতে হয়েছিল।

ফখরুলের পোস্টে উল্লেখ করা হয়েছে, তাদের দলের সাধারণ কর্মীদের ওপর জেলে যে নির্যাতন ও অত্যাচার হয়, তা সত্যিই হৃদয়বিদারক। তিনি লেখেন, আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে! সারা শরীরজুড়ে অত্যাচারের দাগ রয়েছে! অনেকের জীবন এবং ভবিষ্যৎ জেলে শেষ হয়ে গেছে! তিনি দাবি করেন যে, নিরপরাধদের বিরুদ্ধে মামলা-হয়না রাজনীতির অংশ হতে পারে না এবং এসব মামলা প্রত্যাহারের দাবি তুলেছেন।

একইসঙ্গে ফখরুল জোর দিয়ে বলেন, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন; তার লক্ষ্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে! হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে! আমরা প্রতিশোধে বিশ্বাসী নই! আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করব এবং শাস্তি নিশ্চিত করব।

বিষয় : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


কারাগারের অমানবিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫

featured Image
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক জীবনের কঠিন অভিজ্ঞতা, মিথ্যা মামলা, জুলুম এবং কারাগারের অমানবিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন।বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল (মঙ্গলবার, ১১ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট দিয়ে বাংলাদেশের পর্যবেক্ষণ করা রাজনৈতিক জীবনের তিক্ত অভিজ্ঞতা, মিথ্যা মামলা-জুলুম এবং কারাগারের অমানবিক পরিস্থিতির কথা তুলে ধরেছেন।পোস্টে তিনি কারাগারে তার মেয়েকে দেখার সময় দেয়া এক ব্যাগের স্মৃতি বর্ণনা করেন, ‘আমার মেয়ে যখন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম! ব্যাগটা জেলের ভেতরে এক বন্দি বানিয়েছিল! তার কাছ থেকে কিনেছিলাম! জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কি না এই ব্যাগটা!’তিনি লেখেন, গত পনেরো বছরে রাজনৈতিক যে ধরনের দমন, মিথ্যা মামলা ও গণহত্যামূলক কৌশল প্রয়োগ হয়েছে তা তিনি ব্যক্তিগতভাবে দেখেছেন। নিজে সম্পর্কে তিনি দাবি করেছেন, ‘আমার বিরুদ্ধে আওয়ামী লীগের করা, ১১০-এর বেশি মামলার আসামি ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম!’ তিনি আরো উল্লেখ করেন যে জেলে থাকা অবস্থায় কোর্টে কোর্টে অসুস্থ স্ত্রীকে দৌড়াতে দেখেছেন এবং জেলের ভেতর শুতে হয়েছিল।ফখরুলের পোস্টে উল্লেখ করা হয়েছে, তাদের দলের সাধারণ কর্মীদের ওপর জেলে যে নির্যাতন ও অত্যাচার হয়, তা সত্যিই হৃদয়বিদারক। তিনি লেখেন, আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে! সারা শরীরজুড়ে অত্যাচারের দাগ রয়েছে! অনেকের জীবন এবং ভবিষ্যৎ জেলে শেষ হয়ে গেছে! তিনি দাবি করেন যে, নিরপরাধদের বিরুদ্ধে মামলা-হয়না রাজনীতির অংশ হতে পারে না এবং এসব মামলা প্রত্যাহারের দাবি তুলেছেন।একইসঙ্গে ফখরুল জোর দিয়ে বলেন, তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাসী নন; তার লক্ষ্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তিনি দাবি করেন, প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে! হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে! আমরা প্রতিশোধে বিশ্বাসী নই! আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করব এবং শাস্তি নিশ্চিত করব।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত