মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটি খুব জনপ্রিয় শব্দ, কিন্তু কেউ এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করেনি।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার পর আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তারা লুটপাটে ব্যস্ত থাকায় ১৯৭৫ ও ২০২৪ এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। প্রধান উপদেষ্টা যেখানে সফরে যান না কেনো সার্কের কথা বলেন। এটাকে কাজে লাগাতে হবে।

পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি-আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি। পররাষ্ট্রনীতিসবার সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। অথচ দেখা যাচ্ছে আমাদের কোনো বন্ধুই নেই।

চলমান বিচার প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় হওয়ার কথা। এজন্যই ফ্যাসিবাদী শক্তি ওইদিন লকডাউন ডেকেছে।

তিনি আরও বলেন, আমরা চিন্তা করি না নির্বাচন করবো, নাকি করবো না। কারণ টাকা ছাড়া কেউ তো ভোট দেবে না। অনেকে জোহরান মামদানির কথা বলেন। সেটা ব্যতিক্রম। বাংলাদেশের তিনশো আসনে এমন ব্যতিক্রম হবে না।

বিষয় : আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫


সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে। তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটি খুব জনপ্রিয় শব্দ, কিন্তু কেউ এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করেনি।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।স্বাধীনতার পর আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তারা লুটপাটে ব্যস্ত থাকায় ১৯৭৫ ও ২০২৪ এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। প্রধান উপদেষ্টা যেখানে সফরে যান না কেনো সার্কের কথা বলেন। এটাকে কাজে লাগাতে হবে।পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি-আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি। পররাষ্ট্রনীতি—সবার সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। অথচ দেখা যাচ্ছে আমাদের কোনো বন্ধুই নেই।চলমান বিচার প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় হওয়ার কথা। এজন্যই ফ্যাসিবাদী শক্তি ওইদিন লকডাউন ডেকেছে।তিনি আরও বলেন, আমরা চিন্তা করি না নির্বাচন করবো, নাকি করবো না। কারণ টাকা ছাড়া কেউ তো ভোট দেবে না। অনেকে জোহরান মামদানির কথা বলেন। সেটা ব্যতিক্রম। বাংলাদেশের তিনশো আসনে এমন ব্যতিক্রম হবে না।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত