সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না : নাহিদ ইসলাম

জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। যা নিয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি, সেটাই থাকবে; বাকিটা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই তা বাস্তবায়িত হবেতিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে দ্রুত নির্বাচনের দিকে এগোনো সম্ভব হবে

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের অংশীদার সবাইকে পার্লামেন্টে থাকতে হবে। সেই সংসদে সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধানের কাজ শুরু হবে। সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। এনসিপি সেই অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

তিনি আরও বলেন, আগামীর সংসদসংস্কার পরিষদে তরুণ সমাজ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘুবিভিন্ন পেশাজীবী সবাই একসঙ্গে জুলাই সনদের পথ বাস্তবায়নে কাজ করবে। এর আগে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে ‘গণভোটের’ জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অর্ডার দিতে হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী ঘোষণাপত্র পাঠ করেন।

বিষয় : নাহিদ ইসলাম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না : নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ থাকবে না। যা নিয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছি, সেটাই থাকবে; বাকিটা জনগণের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। জনগণ যেভাবে সিদ্ধান্ত নেবে, সেভাবেই তা বাস্তবায়িত হবে। তিনি আশা প্রকাশ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি হলে দ্রুত নির্বাচনের দিকে এগোনো সম্ভব হবে।শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে গণ-অভ্যুত্থানের অংশীদার সবাইকে পার্লামেন্টে থাকতে হবে। সেই সংসদে সংস্কার পরিষদ গঠন করে নতুন সংবিধানের কাজ শুরু হবে। সেখানে শিক্ষকদের অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। এনসিপি সেই অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।তিনি আরও বলেন, আগামীর সংসদ ও সংস্কার পরিষদে তরুণ সমাজ, শিক্ষক, আলেম, নারী, সংখ্যালঘু ও বিভিন্ন পেশাজীবী সবাই একসঙ্গে জুলাই সনদের পথ বাস্তবায়নে কাজ করবে। এর আগে অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে ‘গণভোটের’ জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে অর্ডার দিতে হবে।অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আহ্বায়ক অধ্যাপক মো. সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অধ্যাপক শামীম হামিদী ঘোষণাপত্র পাঠ করেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত