সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান

সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান

গণতন্ত্রের উন্নতির পথে একের পর এক শর্ত জুড়ে সংকট সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের আশঙ্কা দেখা দিয়েছে, এবং বিএনপির বিজয় রোধ করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিএনপি অতীতেও বহু ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিএনপির বিজয় ঠেকাতে পতিতরা দেশে স্বৈরাচার কায়েম করেছিল। গত ১৫ বছরে তারা নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। এখনো বিএনপির বিজয় রুখতে নানা অপপ্রচার ও অপকৌশল চালানো হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’

নির্বাচন নিয়ে জনমনে সংশয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অনেকে প্রশ্ন তুলছেন যথাসময়ে নির্বাচন হবে কি না। কিন্তু এমন হওয়া উচিত ছিল না। নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটে ফেলছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য রক্ষায় সর্বোচ্চ ছাড় দিয়েছে, অথচ প্রতিনিয়ত নতুন শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এর পরিণতি ভয়াবহ হতে পারেসবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

বিষয় : তারেক রহমান

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


সংঘবদ্ধভাবে বিএনপির বিজয় ঠেকানোর চেষ্টা চলছে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
গণতন্ত্রের উন্নতির পথে একের পর এক শর্ত জুড়ে সংকট সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণের আশঙ্কা দেখা দিয়েছে, এবং বিএনপির বিজয় রোধ করার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা চলছে।রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।তারেক রহমান বলেন, ‘বিএনপি অতীতেও বহু ষড়যন্ত্রের শিকার হয়েছে। বিএনপির বিজয় ঠেকাতে পতিতরা দেশে স্বৈরাচার কায়েম করেছিল। গত ১৫ বছরে তারা নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। এখনো বিএনপির বিজয় রুখতে নানা অপপ্রচার ও অপকৌশল চালানো হচ্ছে।’তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না।’নির্বাচন নিয়ে জনমনে সংশয় প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘অনেকে প্রশ্ন তুলছেন যথাসময়ে নির্বাচন হবে কি না। কিন্তু এমন হওয়া উচিত ছিল না। নির্বাচন নিয়ে সংশয় গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটে ফেলছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই জাতীয় ঐক্য রক্ষায় সর্বোচ্চ ছাড় দিয়েছে, অথচ প্রতিনিয়ত নতুন শর্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। এর পরিণতি ভয়াবহ হতে পারে—সবাইকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।’

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত