সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো: হাসনাত

রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো: হাসনাত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত। তিনি আরও উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেওয়া একটি দুঃখজনক বিষয় হবেএর চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো

রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভায় যোগ দিয়ে হাসনাত এই মন্তব্য করেন।

সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে এনসিপি, এবং দলের সব নীতিগত সিদ্ধান্ত জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে।

হাসনাত বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন। তাই এখন ঘোষণাপত্রের বৈধতা দিতে তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

তিনি আরও বলেন, ‘একটি পক্ষ চায় রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করুক। আমি বলব, রাষ্ট্রপতির হাত থেকে ওই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো।’

অভ্যুত্থানে ঢাকার পর সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলার মানুষউল্লেখ করে হাসনাত বলেন, ‘যদি তারা শোনে রাষ্ট্রপতি জুলাইয়ের সার্টিফিকেট দিচ্ছেন, তবে সেই পরিবারগুলো শোকাহত হয়ে পড়বে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।’

সভায় সাম্প্রতিক বিজেপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

বিষয় : হাসনাত আবদুল্লাহ

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো: হাসনাত

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন আয়োজন করা উচিত। তিনি আরও উল্লেখ করেছেন, রাষ্ট্রপতির হাত থেকে জুলাই সনদ নেওয়া একটি দুঃখজনক বিষয় হবে—এর চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো।রোববার (২ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এনসিপির জেলা সমন্বয় সভায় যোগ দিয়ে হাসনাত এই মন্তব্য করেন।সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে এনসিপি, এবং দলের সব নীতিগত সিদ্ধান্ত জনগণের মতামতের ভিত্তিতেই নেওয়া হচ্ছে।হাসনাত বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন। তাই এখন ঘোষণাপত্রের বৈধতা দিতে তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।তিনি আরও বলেন, ‘একটি পক্ষ চায় রাষ্ট্রপতি জুলাই সনদে স্বাক্ষর করুক। আমি বলব, রাষ্ট্রপতির হাত থেকে ওই সনদ নেওয়ার চেয়ে নদীতে ডুব দেওয়া ভালো।’অভ্যুত্থানে ঢাকার পর সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভোলার মানুষ—উল্লেখ করে হাসনাত বলেন, ‘যদি তারা শোনে রাষ্ট্রপতি জুলাইয়ের সার্টিফিকেট দিচ্ছেন, তবে সেই পরিবারগুলো শোকাহত হয়ে পড়বে। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না।’সভায় সাম্প্রতিক বিজেপি নেতাকর্মীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দুঃখ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত