সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

জাককানইবি এর ইংরেজি বিভাগের ক্লাবসমূহের কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

জাককানইবি এর ইংরেজি বিভাগের ক্লাবসমূহের কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে “ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবস কমিটি হ্যান্ডওভার সেরেমনি” অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগভুক্ত তিনটি ক্লাব—'Glossary English Department Language Club', 'Ethos English Department Cultural Club', এবং Forum  English Department Debate Club—নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। ইংরেজি বিভাগের স্পোর্টস ক্লাব শীঘ্রই তার নতুন কমিটি ঘোষণা করবে।

অনুষ্ঠানটি নেতৃত্ব, শিক্ষার্থীদের উন্নয়ন, ও সাংস্কৃতিক ও একাডেমিক সমৃদ্ধির ধারাবাহিকতা উদযাপনের মাধ্যমে সম্পন্ন হয়।

''Glossary English Department Language Club'' এর  নব গঠিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১ -২০২২ সেশনের শিক্ষার্থী শাহজালাল আহমেদ নিশাত  এবং  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন একই সেশনের শিক্ষার্থী আদনান হাসান নিশাদ।

''Ethos English Department Cultural Club'' এর নতুন  সভাপতিসাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন ইংরেজি ভাষাসাহিত্য বিভাগের ২০২০-২০২সেশনের শিক্ষার্থী ফারদিনা মেহজাবিন অদ্রি ও ২০২১-২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থী জাহরা বাতুল মেহরিন।

''FORUM English Department Debate Club'' এর নতুন  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১ -২০২২ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ ইসরাক লাবিব। সাধারণ সম্পাদক নিযুক্ত হয়ছেন একই সেশনের শিক্ষার্থী আসাদুর রহমান রবিউল এবং সহ সভাপতি জেফরিন কামাল ফুল।

অনুষ্ঠানের শুরুতে Ethos-এর সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরপর তিনটি ক্লাব তাদের ইতিহাস, কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। তিন ক্লাবের সংবিধান পূর্বতন সভাপতিদের দ্বারা পাঠ করে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।


ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার এবং সহযোগী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের নেতৃত্ব, একাডেমিক বিকাশ, যোগাযোগ দক্ষতা ও সাংস্কৃতিক চর্চায় ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।এছাড়াও ছিলেন সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, সহকারী অধ্যাপক মো আবদুল্লাহ আল মুক্তাদির,প্রভাষক মো আকিবুজ্জামান এবং প্রভাষক মো আবির হোসেন।

বিদায়ী সভাপতি জারীন তাসনীম (Glossary) এবং মালিহা খন্দকার (Forum)-কে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া Glossary ল্যাংগুয়েজ ক্লাব এর পক্ষ থেকে জারিন তাসনিম-কে বিশেষ উপহার প্রদান করা হয় তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ।

Glossary-এর নবনির্বাচিত সভাপতি শাহজালাল আহমেদ নিশাত বলেন,“Our pursuit is simple yet profound: to turn learners into thinkers, thinkers into speakers, and speakers into leaders. In every session, every discussion, every humble attempt at expression, we sculpt the confidence that precedes excellence.”

অনুষ্ঠানের শেষে সম্মিলিত ছবি তোলা হয় এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও একাডেমিক উদ্দীপনার উজ্জ্বল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


জাককানইবি এর ইংরেজি বিভাগের ক্লাবসমূহের কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে “ডিপার্টমেন্ট অব ইংলিশ ল্যাংগুয়েজ অ্যান্ড লিটারেচার ক্লাবস কমিটি হ্যান্ডওভার সেরেমনি” অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের সেমিনার কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিভাগভুক্ত তিনটি ক্লাব—'Glossary English Department Language Club', 'Ethos English Department Cultural Club', এবং Forum  English Department Debate Club—নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে। ইংরেজি বিভাগের স্পোর্টস ক্লাব শীঘ্রই তার নতুন কমিটি ঘোষণা করবে।অনুষ্ঠানটি নেতৃত্ব, শিক্ষার্থীদের উন্নয়ন, ও সাংস্কৃতিক ও একাডেমিক সমৃদ্ধির ধারাবাহিকতা উদযাপনের মাধ্যমে সম্পন্ন হয়।''Glossary English Department Language Club'' এর  নব গঠিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১ -২০২২ সেশনের শিক্ষার্থী শাহজালাল আহমেদ নিশাত  এবং  সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন একই সেশনের শিক্ষার্থী আদনান হাসান নিশাদ। ''Ethos English Department Cultural Club'' এর নতুন  সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২০২১ সেশনের শিক্ষার্থী ফারদিনা মেহজাবিন অদ্রি ও ২০২১-২০২২ শিক্ষা বর্ষের শিক্ষার্থী জাহরা বাতুল মেহরিন। ''FORUM English Department Debate Club'' এর নতুন  সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২১ -২০২২ সেশনের শিক্ষার্থী আবদুল্লাহ ইসরাক লাবিব। সাধারণ সম্পাদক নিযুক্ত হয়ছেন একই সেশনের শিক্ষার্থী আসাদুর রহমান রবিউল এবং সহ সভাপতি জেফরিন কামাল ফুল।অনুষ্ঠানের শুরুতে Ethos-এর সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়। এরপর তিনটি ক্লাব তাদের ইতিহাস, কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে। তিন ক্লাবের সংবিধান পূর্বতন সভাপতিদের দ্বারা পাঠ করে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রায়হানা আক্তার এবং সহযোগী অধ্যাপক ড. শেখ মেহেদী হাসান নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তারা শিক্ষার্থীদের নেতৃত্ব, একাডেমিক বিকাশ, যোগাযোগ দক্ষতা ও সাংস্কৃতিক চর্চায় ক্লাবগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।এছাড়াও ছিলেন সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, সহকারী অধ্যাপক মো আবদুল্লাহ আল মুক্তাদির,প্রভাষক মো আকিবুজ্জামান এবং প্রভাষক মো আবির হোসেন।বিদায়ী সভাপতি জারীন তাসনীম (Glossary) এবং মালিহা খন্দকার (Forum)-কে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া Glossary ল্যাংগুয়েজ ক্লাব এর পক্ষ থেকে জারিন তাসনিম-কে বিশেষ উপহার প্রদান করা হয় তাঁর অবদান ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ।Glossary-এর নবনির্বাচিত সভাপতি শাহজালাল আহমেদ নিশাত বলেন,“Our pursuit is simple yet profound: to turn learners into thinkers, thinkers into speakers, and speakers into leaders. In every session, every discussion, every humble attempt at expression, we sculpt the confidence that precedes excellence.” অনুষ্ঠানের শেষে সম্মিলিত ছবি তোলা হয় এবং শিক্ষার্থীদের নেতৃত্ব ও একাডেমিক উদ্দীপনার উজ্জ্বল পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত