সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।’

তিনি নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ প্রক্রিয়া মেনে বডিওর্ন ক্যামেরা কেনা হবে, এ জন্য সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব ঘটনার তদন্তে একাধিক কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো ও বিমানবন্দর সেবার মান উন্নয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে

বিষয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৫

featured Image
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সরকারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আয়োজনে আমাদের কোনো সমস্যা হবে না। সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে।’তিনি নির্বাচনের সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের, বিশেষ করে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যথাযথ প্রক্রিয়া মেনে বডিওর্ন ক্যামেরা কেনা হবে, এ জন্য সরকার ৪০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তিনি আরও বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের এবার দায়িত্ব থেকে বিরত রাখা হবে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।সম্প্রতি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজসহ বেশ কিছু অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব ঘটনার তদন্তে একাধিক কমিটি কাজ করছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ই-পাসপোর্ট সেবা চালু করা হবে। পাশাপাশি প্রবাসীদের জন্য পাসপোর্ট ফি কমানো ও বিমানবন্দর সেবার মান উন্নয়নের বিষয়টি সরকার বিবেচনা করছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত