সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনাস্থল উদ্বোধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনাস্থল উদ্বোধন


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিভিন্ন সম্প্রদায়ের জন্য নির্মিতব্য উপাসনাস্থলের নামফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উপাসনাস্থলটির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, “এই উপাসনাস্থল উদ্বোধনের মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে কবি নজরুলের দর্শনকে বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারলাম। আমরা যতদিন থাকবো, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরু থেকেই উপাসনালয়ের দাবি ছিল, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অগোছালো পরিস্থিতির কারণে কাজ শুরুতে বিলম্ব হলেও অবশেষে বিভিন্ন ধর্মাবলম্বীর জন্য উপাসনাস্থল নির্মাণ সম্ভব হয়েছে। যদিও এখনো কিছু কাজ বাকি রয়েছে, সময় নিয়ে সবগুলো সুন্দরভাবে সম্পন্ন করা হবে।”

উপাচার্য উপাসনাস্থল নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার বক্তব্য রাখেন।

বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ (সনাতন ধর্ম), লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা (খৃষ্টান ধর্ম) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা (বৌদ্ধ ধর্ম)।

তারা দীর্ঘদিনের দাবি পূরণে স্বল্প সময়ের মধ্যে উপাসনাস্থল নির্মাণ করায় মাননীয় উপাচার্যসহ বর্তমান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এতে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পাশাপাশি নির্মিতব্য তিনটি ভবনের মধ্যে একটি সনাতন, একটি বৌদ্ধ ও একটি খৃষ্টান ধর্মাবলম্বীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সম্প্রদায়ের জন্য উপাসনাস্থল উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বিভিন্ন সম্প্রদায়ের জন্য নির্মিতব্য উপাসনাস্থলের নামফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম আনুষ্ঠানিকভাবে উপাসনাস্থলটির উদ্বোধন করেন।উদ্বোধনকালে উপাচার্য বলেন, “এই উপাসনাস্থল উদ্বোধনের মধ্য দিয়ে সম্প্রীতির বাংলাদেশ হিসেবে কবি নজরুলের দর্শনকে বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারলাম। আমরা যতদিন থাকবো, সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন অটুট থাকবে বলে আমি বিশ্বাস করি।”তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে যোগদানের শুরু থেকেই উপাসনালয়ের দাবি ছিল, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক অগোছালো পরিস্থিতির কারণে কাজ শুরুতে বিলম্ব হলেও অবশেষে বিভিন্ন ধর্মাবলম্বীর জন্য উপাসনাস্থল নির্মাণ সম্ভব হয়েছে। যদিও এখনো কিছু কাজ বাকি রয়েছে, সময় নিয়ে সবগুলো সুন্দরভাবে সম্পন্ন করা হবে।”উপাচার্য উপাসনাস্থল নির্মাণে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার বক্তব্য রাখেন।বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের মধ্য থেকে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ (সনাতন ধর্ম), লোকপ্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা (খৃষ্টান ধর্ম) এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা (বৌদ্ধ ধর্ম)।তারা দীর্ঘদিনের দাবি পূরণে স্বল্প সময়ের মধ্যে উপাসনাস্থল নির্মাণ করায় মাননীয় উপাচার্যসহ বর্তমান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এতে বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পাশাপাশি নির্মিতব্য তিনটি ভবনের মধ্যে একটি সনাতন, একটি বৌদ্ধ ও একটি খৃষ্টান ধর্মাবলম্বীদের জন্য নির্ধারণ করা হয়েছে।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত