বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

আবারও বিয়ের পিরিতে বসলেন উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি!

আবারও বিয়ের পিরিতে বসলেন উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি!
তৃতীয় স্বামীর সাথে রোবাইয়াত ফাতিমা তনি

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ের খবর নিয়ে আলোচনায় এসেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তনি ও তার স্বামীর একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। জানা গেছে, তার স্বামীর নাম মো. সিদ্দিক।

রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দু’জনের একটি ছবি প্রকাশ করেন সিদ্দিক। সেখানে তিনি স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন,“আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”

এর কিছু সময় পরেই, মধ্যরাতে স্বামীর জন্মদিন উপলক্ষে তনি তার নিজস্ব ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেই পোস্টে তিনি লেখেন

“জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”

তনির এই পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনেকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ আবার মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তার মৃত্যুর পর বেশ কিছু সময় তনি ছিলেন নীরব। তবে অতীতে বয়সের ব্যবধান নিয়ে তনি ও তার প্রয়াত স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি ফেসবুক লাইভে এলেও নানা ট্রলের মুখে পড়তে হয়েছে তাকে। বর্তমানে নতুন জীবনের পথে পা রেখে আবারও আলোচনায় রোবাইয়াত ফাতিমা তনি।

বিষয় : রোবাইয়াত ফাতিমা তনি

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


আবারও বিয়ের পিরিতে বসলেন উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনি!

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৫

featured Image
দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ফের বিয়ের খবর নিয়ে আলোচনায় এসেছেন।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তনি ও তার স্বামীর একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। জানা গেছে, তার স্বামীর নাম মো. সিদ্দিক।রোববার (১২ অক্টোবর) রাতে নিজের ফেসবুক আইডিতে দু’জনের একটি ছবি প্রকাশ করেন সিদ্দিক। সেখানে তিনি স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লেখেন,“আরও একটি বছর পেরিয়ে গেল, কিন্তু মনটা এখনও তরুণ। আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।”এর কিছু সময় পরেই, মধ্যরাতে স্বামীর জন্মদিন উপলক্ষে তনি তার নিজস্ব ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেই পোস্টে তিনি লেখেন“জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদ্‌যাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয়।”তনির এই পোস্টের পর থেকেই নেট দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা। অনেকে শুভেচ্ছা জানালেও কেউ কেউ আবার মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া দিচ্ছেন।উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তার মৃত্যুর পর বেশ কিছু সময় তনি ছিলেন নীরব। তবে অতীতে বয়সের ব্যবধান নিয়ে তনি ও তার প্রয়াত স্বামীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল। এমনকি ফেসবুক লাইভে এলেও নানা ট্রলের মুখে পড়তে হয়েছে তাকে। বর্তমানে নতুন জীবনের পথে পা রেখে আবারও আলোচনায় রোবাইয়াত ফাতিমা তনি।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত