নরসিংদীর পবিত্র ভূমিতে অনুষ্ঠিত হলো গীতা অনুরাগী জ্ঞান নিকেতন গীতা জ্ঞান-এর মহিমান্বিত পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব।
গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের পশ্চিম কান্দা পাড়া এলাকার সেবা সংঘ (দুর্গা বাড়ি) মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে গীতার মন্ত্রধ্বনি, ভক্তি ও শান্তির আবেশে। শুভ “শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাহোম যজ্ঞ”-এর মাধ্যমে শুরু হয় এই দিনব্যাপী আয়োজনে শত শত ভক্ত, শুভানুধ্যায়ী ও অতিথির সমাবেশ ঘটে এক মহৎ উদ্দেশ্যে— বিশ্বশান্তি, নৈতিক জাগরণ ও মানবতার কল্যাণে।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র গীতাপাঠ, হোমযজ্ঞ ও প্রার্থনার মাধ্যমে। প্রার্থনার ধ্বনি যখন আকাশময় প্রতিধ্বনিত হয়, তখন মনে হয়— প্রকৃতিও যেন গীতার শান্তি বার্তা ধারণ করেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো প্রাঙ্গণ ভরে ওঠে গীতার আলো ও সুরে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর সমবেত কণ্ঠে গীতাপাঠ, যা উপস্থিত সকলের হৃদয়ে ভক্তি, শ্রদ্ধা ও আনন্দের বন্যা বইয়ে দেয়।
পুরো আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের পরিচালক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও সংগঠিত প্রস্তুতি অনুষ্ঠানটিকে এক অনন্য মর্যাদায় পৌঁছে দেয়।
পরিচালক শ্রী বিশ্বজিৎ কুমার সাহা তাঁর বক্তব্যে বলেন, গীতা হলো মানবজীবনের চিরন্তন দিশারী। গীতার শিক্ষায় মানুষ খুঁজে পায় সত্য, ন্যায় ও শান্তির আলো। যদি আমরা গীতার আদর্শকে জীবনে প্রয়োগ করতে পারি, তবে সমাজ হবে আলোকিত, জীবন হবে অর্থবহ।
তিনি আরও যোগ করেন, গীতা অনুরাগী জ্ঞান নিকেতন কেবল একটি প্রতিষ্ঠান নয়— এটি এক নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র, যেখানে শিশুরা শিখছে মানবতা, সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা। গীতা আমাদের শেখায়, ‘কর্মই ধর্ম, সত্যই জীবন।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এই ধরনের ধর্মীয় ও নৈতিক আয়োজন সমাজে শান্তি, ঐক্য ও ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেয়। গীতার আদর্শ কেবল আত্মশুদ্ধির নয়, বরং সমাজ গঠনের এক শক্তিশালী পথনির্দেশ।
উল্লেখযোগ্য যে, প্রতিষ্ঠালগ্ন থেকেই গীতা অনুরাগী জ্ঞান নিকেতন নরসিংদী জুড়ে গীতাপাঠ, আলোচনা সভা, নৈতিক শিক্ষা ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটির চারটি শাখা রয়েছে—
১. গীতা জ্ঞান কক্ষ, হাজিপুর।
২. লোকনাথ বাবার মন্দির, হাজিপুর।
৩. সেবা সংঘ, পশ্চিম কান্দা পাড়া।
৪. গোপিনাথ জিউর মন্দির, মধ্য কান্দা পাড়া।
প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়মিতভাবে এখানে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় নিজেদের আলোকিত করছে।
গীতা অনুরাগী জ্ঞান নিকেতন দৃঢ়ভাবে বিশ্বাস করে—“যেখানে গীতার আলো, সেখানেই জ্ঞানের জয়।” তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী কেবল এক উৎসব নয়; এটি মানবতার নবজাগরণ, শান্তি ও ন্যায়ের বার্তা ছড়িয়ে দেওয়া এক পবিত্র প্রয়াস।

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে