রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

হাতিয়ায় টাংকির খালে চোরাই পণ্য রেখে পালিয়েছে পাচারকারীরা

হাতিয়ায় টাংকির খালে চোরাই পণ্য রেখে পালিয়েছে পাচারকারীরা
হাতিয়ায় টাংকির খালে চোরাই পণ্য রেখে পালিয়েছে পাচারকারীরা

মিয়ানমারের মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারের সময় বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড।

শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোররাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

বিষয় : হাতিয়া

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


হাতিয়ায় টাংকির খালে চোরাই পণ্য রেখে পালিয়েছে পাচারকারীরা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৫

featured Image
মিয়ানমারের মাদকের বিনিময়ে বাংলাদেশী পণ্য পাচারের সময় বিপুল পরিমাণ মটর ডাল জব্দ করেছে হাতিয়া কোস্ট গার্ড।শনিবার বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন ভোররাত ৩টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের টাংকির খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় প্রায় ১০ লক্ষ ১৮ হাজার ১২৫ টাকা মূল্যের ২২ হাজার ৬২৫ কেজি মটর ডাল জব্দ করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বিএন সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।তিনি আরো বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত