রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

জাককানইবি ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

জাককানইবি ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চীনের চিংডাও শহরে এফআইও’র প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। জাককানইবি’র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং এফআইও’র পক্ষে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর ড. লি লি। প্রতিস্বাক্ষর করেন জাককানইবি’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও’র মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাককানইবি’র চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপন করেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. লি লি। এছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরভিত্তিক যৌথ গবেষণার সম্ভাবনা তুলে ধরেন জাককানইবি’র পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও’র মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফআইও’র প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ, প্রফেসর ড. শেফা শি, প্রফেসর ড. শিলিই জাং, ড. লিন জোও, ড. শিজু ওয়াং, ড. শিন শা সহ বিভিন্ন গবেষক।

চুক্তি স্বাক্ষরের পর জাককানইবি’র কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইও’র কপি গ্রহণ করেন মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।

এ সময় জাককানইবি’র প্রতিনিধি দলকে এফআইও ক্যাম্পাস ও ‘চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি’ ঘুরিয়ে দেখান মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি এবং বাস্তব গবেষণালদ্ধ তথ্য তুলে ধরেন।

এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। পাশাপাশি জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান, ফেলোশিপভিজিটিং স্কলারশিপসহ বহুমুখী একাডেমিক সুযোগ-সুবিধার পথ সুগম হবে

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


জাককানইবি ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফীর মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) চীনের চিংডাও শহরে এফআইও’র প্রশাসনিক ভবনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। জাককানইবি’র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং এফআইও’র পক্ষে স্বাক্ষর করেন পরিচালক প্রফেসর ড. লি লি। প্রতিস্বাক্ষর করেন জাককানইবি’র মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম ও এফআইও’র মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাককানইবি’র চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের পরিচিতি উপস্থাপন করেন প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, প্রফেসর ড. মো. মিজানুর রহমান ও প্রফেসর ড. লি লি। এছাড়া বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরভিত্তিক যৌথ গবেষণার সম্ভাবনা তুলে ধরেন জাককানইবি’র পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইও’র মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এফআইও’র প্রফেসর ড. ইয়ানগুয়াং লিউ, প্রফেসর ড. শেফা শি, প্রফেসর ড. শিলিই জাং, ড. লিন জোও, ড. শিজু ওয়াং, ড. শিন শা সহ বিভিন্ন গবেষক।চুক্তি স্বাক্ষরের পর জাককানইবি’র কপি গ্রহণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং এফআইও’র কপি গ্রহণ করেন মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি। পরে উভয় প্রতিষ্ঠানের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করা হয়।এ সময় জাককানইবি’র প্রতিনিধি দলকে এফআইও ক্যাম্পাস ও ‘চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি’ ঘুরিয়ে দেখান মহাপরিচালক প্রফেসর ড. টিগাং লি এবং বাস্তব গবেষণালদ্ধ তথ্য তুলে ধরেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ ও চীনের এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো। পাশাপাশি জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান, ফেলোশিপ ও ভিজিটিং স্কলারশিপসহ বহুমুখী একাডেমিক সুযোগ-সুবিধার পথ সুগম হবে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত