
নোয়াখালী ৬ (হাতিয়া) আসনের তিন তিনবারের দলীয় ও স্বতন্ত্র নির্বাচিত সাবেক সংসদ সদস্য আন্তর্জাতিক ব্যবসায়ী জাতীয় রাজনীতিবিদ কেন্দ্রীয় বি এন পির সদস্য, হাতিয়া উপজেলা বিএনপির উপদেষ্ঠা, আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেছেন জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তিনি হাতিয়াবাসীর সঙ্গে থাকবেন। হাতিয়ার মানুষ শান্তি প্রিয়। শান্তির জনপথ হাতিয়াকে অশান্ত করতে দেওয়া হবেনা।
তিনি আরো বলেন সারা দেশের ন্যায় হাতিয়ার সাধারন মানুষ এখন নির্বচন মুখী। গত সতের বছর ভোটের জন্য লড়াই ও স্রংগ্রাম করা গনতন্ত্রকামী সর্বদলের অংশগ্রহনের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে দেশের জনগন। বাংলাদেশের নির্বাচন এখন কৌশলের ব্যপার। সামাজিক সুবিচার এখন অবিচারে পরিনত হয়েছে। ফ্যসিষ্ঠ আওয়ামীলীগের লোকজনের উগ্রআচরনের কারনে প্রশাসনে স্থবিরতা দেখা দিয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি খুব খারাপ। সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি খুব ভয়াবহ। তিনি আরো বলেন,আগামী নির্বাচনে হাতিয়ার জনগন সন্ত্রাসকে লাল কার্ড দেখাবে। সন্ত্রাসী চাদাবাজ অস্ত্রবাজ বন ও জলদস্যু এবং মাদক নির্মুল করতে আইন শৃংখলা বাহীনিকে সর্বত্মক সহযোগিতা করতে হাতিয়াবাসীকে তিনি আহবান জানান। এ ক্ষেত্রে কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবেনা বলে উপস্থিত কর্মী সমর্থকদের সতর্ক করেন।
তিনি আরো বলেন, আমি হাতিয়ার সন্তান হিসেবে নিজেকে গর্বিত মনে করি কারন হাতিয়ার নাম আজ শুধু বাংলাদেশে-ই নয় বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্টের মানুষের মুখে মুখে ও হাতিয়ার নাম উচ্চারন হয়। দেশের উন্নয়নের অনেক কাজ এখনো বাকী। আধুনিক সুবিধা বঞ্চিত হাতিয়া বাসীর ভাগ্য উন্নয়নে অনেক কাজ করতে হবে। হাতিয়ার উন্নয়ন ও অসম্পুর্ন কাজ করতে তাকে সহযোগিতা করার আবেদন জানান। এক্ষেত্রে হাতিয়াবাসীকে অহিংস রাজনীতিতে বিশ্বাসী হয়ে প্রত্যেক মানুষকে সৎ কর্তব্য পরায়ন ও দেশ প্রেমিক হওয়ার পরামর্শ দেন। শারিরিক অসুস্থ্যতার কারনে কয়েক মাস তিনি এলাকায় আসতে পারেননি উল্লেখ করে বলেন, যদিও এলাকায় আসতে পারিনি কিন্তু এক মিনিটের জন্যও হাতিয়ার মাটি ও মানুষের কথা ভুলিনি। মুঠো ফোনে প্রতি দিন প্রতিটি এলাকার মানুষের সুখ দুঃখের খোজ খবর নিয়েছি এবং অসহায় মানুষের পাশে দাড়িয়েছি।
সোমবার বিকালে বয়ারচর হাতিয়া বাজার জনকল্যান শিক্ষা ট্রাষ্ট উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় উপস্থিত সর্বস্তরের হাজার হাজার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে রবিবার ও সোমবার বিকাল পর্যন্ত হাতিয়ার বিচ্ছিন্ন ২ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে ও বাড়িতে বেশ কয়েকটি স্থানে পথসভা এবং গনসংযোগ করেন। এদিকে এ জনসভা কে কেন্দ্র করে সকাল থেকে নলেরচর কেয়ারিংচর আজিম নগর থানারহাট দরবেশ বাজার জোড়খালী বাজার টাংকিঘাট মোরসেদ বাজার ভ‚মিহীন বাজার এলাকা থেকে বিপুল পরিমান সাধারন জনগন পায়ে হেটে জনসভাস্থলে এসে মাট কানায় কানায় পরিপুর্ন হয়ে যায়। এ সময় তিনি বিভিন্ন স্থান থেকে আসা নেতা কর্মী ও সর্বস্তরের উপস্থিত জনতা তাকে কাছে পেয়ে মনের কথা খুলে বলেন এবং বিভিন্ন দাবী জানান। তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের আর বেশী সময় নেই। উপস্থিত কর্মী সমর্থকদের এখনই মাঠে নেমে পড়ার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফজলুল আজিমের জৈষ্ঠ পুত্র ভবিষ্যৎ কর্নধার মোহাম্মদ ফারহান আজিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার মোঃ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক মো: ইফতেখার হোসেন স্বপন, সাবেক ছাত্র নেতা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইকবাল উদ্দিন রাশেদ, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আব্দুর রহিম, পৌরসভা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ আলা উদ্দিন, সোনাদিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো: আব্দুল মন্নান, সাবেক ছাত্রদল সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ছাত্রদ নেতা মিজানুর রহমান, বিএনপি নেতা মো:ফরিদ উদ্দিন, নলেরচর বিএনপি নেতা মো: গিয়াস উদ্দিন প্রমুখ।
রোববার, ০৫ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে