রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর
চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের ঐ প্রতিষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানানো হয়।

জাককানইবির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন।

স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাককানইবির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। 

চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি ও অধ্যাপক চুয়ানসিও লুও।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনা প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশেনোলজির সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চীনের ঐ প্রতিষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক সহযোগিতা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং যৌথ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানানো হয়।জাককানইবির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। চীনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাক্ষর করেন ইনস্টিটিউটটির ডেপুটি ডিরেক্টর জেনারেল অধ্যাপক ড. চিয়াং লিন।স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাককানইবির উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদিন সিদ্দিকী এবং ইএসই বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী। চীনের সাউথ চায়না সি ইনস্টিটিউট অব ওশানোলজির পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক চিয়াং লিন, অধ্যাপক জিয়ানওয়েই চি ও অধ্যাপক চুয়ানসিও লুও।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমঝোতা স্মারক বাংলাদেশ ও চীনের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত