রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয়পত্র পেয়েছি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। আর তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতেই মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই পরিচয়পত্র শুধু পড়াশোনায় মনোযোগী করবেই না, বরং এটি একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ পরিচয় বহন করবে। এবারই প্রথম এত দ্রুত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র প্রদান সম্ভব হলো, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গত ১৭ আগস্ট। এর মাত্র একমাস পরেই শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দেওয়া হলো। টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের উদ্যোগে প্রভোস্ট কাউন্সিল ও রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়।

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া মোট ১১৫০ জন শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু শিক্ষার্থীর হাতে কার্ড প্রদান করা হলেও বাকি শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পরিচয়পত্র পেয়েছি দ্বিতীয় বা তৃতীয় বর্ষে গিয়ে। আর তোমরা ভর্তি হয়েই প্রথম বর্ষের শুরুতেই মানসম্মত পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পেয়ে গেলে। তোমরা অত্যন্ত সৌভাগ্যবান। এই পরিচয়পত্র শুধু পড়াশোনায় মনোযোগী করবেই না, বরং এটি একজন শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ পরিচয় বহন করবে। এবারই প্রথম এত দ্রুত শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র প্রদান সম্ভব হলো, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, টেকনিক্যাল কমিটির সভাপতি ও বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ এবং শিউলিমালা হলের প্রভোস্ট ড. হাবিবা সুলতানা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, চলতি শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল গত ১৭ আগস্ট। এর মাত্র একমাস পরেই শিক্ষার্থীদের হাতে পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড পৌঁছে দেওয়া হলো। টেকনিক্যাল কমিটির সভাপতি প্রফেসর ড. মো. সাইফুল ইসলামের উদ্যোগে প্রভোস্ট কাউন্সিল ও রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখার সহযোগিতায় এই কার্যক্রম সম্পন্ন করা হয়। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া মোট ১১৫০ জন শিক্ষার্থীর জন্য পরিচয়পত্র ও রেজিস্ট্রেশন কার্ড প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে কিছু শিক্ষার্থীর হাতে কার্ড প্রদান করা হলেও বাকি শিক্ষার্থীদের নিজ নিজ হল থেকে তা সংগ্রহ করতে বলা হয়েছে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত