রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিভাগের প্রথম ব্যাচের মাস্টার্স সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উপাচার্য তার বক্তব্যে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা সরকারি-বেসরকারি ও কর্পোরেটসহ নানা ক্ষেত্রেই নেতৃত্বের আসনে পৌঁছে দেয়। এই বিভাগের বাস্তবধর্মী কারিকুলামের কারণে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সহজেই সফলতা অর্জন করতে সক্ষম। তাই মনোযোগ দিয়ে শুরু থেকেই পড়াশোনা করলে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম।

সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সাইকি মানকিন তার অনুভূতি ব্যক্ত করেন।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, সমাজবিজ্ঞান বিভাগের সিলেবাসের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বিভাগের প্রথম ব্যাচের মাস্টার্স সম্পন্নকারীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।উপাচার্য তার বক্তব্যে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,“সমাজবিজ্ঞান এমন একটি বিষয় যা সরকারি-বেসরকারি ও কর্পোরেটসহ নানা ক্ষেত্রেই নেতৃত্বের আসনে পৌঁছে দেয়। এই বিভাগের বাস্তবধর্মী কারিকুলামের কারণে শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে সহজেই সফলতা অর্জন করতে সক্ষম। তাই মনোযোগ দিয়ে শুরু থেকেই পড়াশোনা করলে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. রিয়াজুল ইসলাম।সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক সাইফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের প্রভাষক খাদিজা খাতুন ও রাশেদ হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে সাইকি মানকিন তার অনুভূতি ব্যক্ত করেন। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান, সমাজবিজ্ঞান বিভাগের সিলেবাসের মোড়ক উন্মোচন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনটি শেষ হয়।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত