রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নেতৃত্বে সজীব–রহিম

তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নেতৃত্বে সজীব–রহিম

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন কার্যবর্ষে সংগঠনটির সভাপতি হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবদুর রহিম মনোনীত হয়েছেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

নব মনোনীত সভাপতি মুহম্মদ সজীব প্রধান পূর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।

অন্যদিকে, নব মনোনীত সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।

নব মনোনীত সভাপতি মুহম্মদ সজীব প্রধান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশে তারুণ্য নির্ভর সর্ববৃহৎ এই বুদ্ধিবৃত্তিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বভার গ্রহণ একদিকে আমার জন্য খুশির আরেকদিকে চ্যালেঞ্জিং। আশা করছি সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের সহায়তায় আমার এই যাত্রা সফলতায় ভরপুর হবে ইনশাল্লাহ।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই আত্মপ্রকাশ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের লেখালেখিতে উৎসাহিত করতে কাজ করছে সংগঠনটি।

বিষয় : তারুণ্য

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় নেতৃত্বে সজীব–রহিম

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৫-২৬ কার্যবর্ষের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন কার্যবর্ষে সংগঠনটির সভাপতি হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবদুর রহিম মনোনীত হয়েছেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা ফয়সাল আহম্মদ ও মাহদী হাসান মজুমদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ১০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।নব মনোনীত সভাপতি মুহম্মদ সজীব প্রধান পূর্বে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আইন বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত।অন্যদিকে, নব মনোনীত সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়ন করছেন।নব মনোনীত সভাপতি মুহম্মদ সজীব প্রধান তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, বাংলাদেশে তারুণ্য নির্ভর সর্ববৃহৎ এই বুদ্ধিবৃত্তিক সংগঠনের সর্বোচ্চ দায়িত্বভার গ্রহণ একদিকে আমার জন্য খুশির আরেকদিকে চ্যালেঞ্জিং। আশা করছি সংগঠনের সকল স্তরের দায়িত্বশীলদের সহায়তায় আমার এই যাত্রা সফলতায় ভরপুর হবে ইনশাল্লাহ।‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্য নিয়ে ২০১৮ সালের ২৩ জুলাই আত্মপ্রকাশ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা এবং লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে আসছে সংগঠনটি। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের লেখালেখিতে উৎসাহিত করতে কাজ করছে সংগঠনটি।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত