রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোট ১১ দিনের ছুটি

দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোট ১১ দিনের ছুটি

শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের চারটি হল খোলা থাকবে।২৬ ও ২৭ সেপ্টেম্বর  (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ছুটি শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকেই।সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১১ দিন ছুটি থাকছে।  

গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.  মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ছুটির পর কর্মদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমতাবস্থায় ছুটি চলাকালে জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও। ক্যাম্পাসে যথারীতি দায়িত্ব পালন করবেন জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা। এ ছাড়া বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তাপ্রহরীদের সহকারী রেজিস্ট্রারের (সিকিউরিটি) অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য,  ৯ দিনের এই ছুটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী পূর্বনির্ধারিত। 

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহমে নজরুল বিশ্ববিদ্যালয়ে মোট ১১ দিনের ছুটি

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
শ্রী শ্রী দুর্গাপূজা ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে টানা ৯ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৬ অক্টোবর (সোমবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের চারটি হল খোলা থাকবে।২৬ ও ২৭ সেপ্টেম্বর  (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় মূলত ছুটি শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকেই।সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১১ দিন ছুটি থাকছে।  গত ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.  মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ছুটির পর কর্মদিবসে প্রতিটি বিভাগ ও দপ্তরে সংশ্লিষ্টদের উপস্থিতি বা অনুপস্থিতি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।’বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এমতাবস্থায় ছুটি চলাকালে জোরদার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও। ক্যাম্পাসে যথারীতি দায়িত্ব পালন করবেন জরুরি সার্ভিসের আওতায় থাকা কর্মীরা। এ ছাড়া বিভিন্ন দপ্তর ও বিভাগে কর্মরত নিরাপত্তাপ্রহরীদের সহকারী রেজিস্ট্রারের (সিকিউরিটি) অধীনে কাজ করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য,  ৯ দিনের এই ছুটি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী পূর্বনির্ধারিত। 

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত