জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী অনিক চন্দ্র কর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত অ্যানুয়াল রিসিপশনে নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শুক্কুর আলী, সহ-সভাপতি মো. নয়ন, কোষাধ্যক্ষ শিশির আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আলাওল করীম এবং সাংগঠনিক সম্পাদক টিংকি সাহা।
কমিটি ঘোষণা করেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য উপদেষ্টা—ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি, ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. মো. শামসুজ্জামান এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী সাইফুর রহমান। অনুষ্ঠানে বিজনেস ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরাও উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে একটিভ বিজনেস সিটিজেন থেকে নতুন টিম কো-অর্ডিনেটর নির্বাচিত করা হয় এবং নতুন বিজনেস সিটিজেনদের বরণ করে নেওয়া হয়।
নবগঠিত কমিটির সভাপতি অনিক চন্দ্র কর বলেন, দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গর্বিত ও সম্মানিত। এই দায়িত্ব শুধুমাত্র একটি পদ নয়, বরং এটি একটি অঙ্গীকার, ক্লাবকে শিক্ষার্থীদের জন্য শেখা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশের শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত করার অঙ্গীকার। আমি আশা করি, সদস্যদের সহযোগিতা ও সমর্থনের মাধ্যমে আমরা ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান বলেন, আমি বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বিজনেস ক্লাবকে একটি কার্যকর সংগঠন হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারব। ভবিষ্যতে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা এবং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বাড়াতে আমরা কাজ করব।
বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে