রোববার, ০৫ অক্টোবর ২০২৫
The Dhaka News Bangla

গুগলের জেমিনি এখন স্মার্ট টিভিতে

গুগলের জেমিনি এখন স্মার্ট টিভিতে
জেমিনি স্মার্ট টিভি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি’ এবার জায়গা করে নিচ্ছে স্মার্ট টিভিতে। প্রথমবারের মতো টিসিএলের ফ্ল্যাগশিপ মডেল QM9K-এ এই ফিচার যুক্ত হচ্ছে। এর ফলে টিভি আর শুধু বিনোদনের পর্দা নয়, হয়ে উঠবে একেবারে স্মার্ট ও ইন্টারঅ্যাক্টিভ হাব।

কী কী সুবিধা মিলবে

জেমিনি চালিত টিভিতে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত ও স্মার্ট রেসপন্স। ভয়েস কমান্ড দিয়েই চ্যানেল পরিবর্তন, কনটেন্ট খোঁজা বা মেন্যুতে নেভিগেট করা যাবে। ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী সিনেমা, শো বা চ্যানেলের পরামর্শও দেবে জেমিনি। শুধু তাই নয়, সাধারণ প্রশ্ন যেমন, একজন শিশু কীভাবে সৌরজগৎ বুঝবে বা ছুটিতে কোথায় বেড়ানো যায়—সেসবের উত্তরও পাওয়া যাবে সরাসরি টিভির স্ক্রিনে।

পুরোনো টিভিতেও আসছে আপডেট

শুধু নতুন মডেল নয়, এ বছরের শেষ নাগাদ পুরোনো গুগল টিভি প্ল্যাটফর্মেও জেমিনির আপডেট পৌঁছাবে। তবে এর জন্য প্রয়োজন হবে মাইক্রোফোন সম্বলিত রিমোট। সব পুরোনো টিভি মডেলেই সমান সুবিধা মিলবে না বলে জানিয়েছে গুগল।

গুগলের লক্ষ্য

প্রযুক্তি জায়ান্টটির লক্ষ্য—টিভিকে কেবল বিনোদনের মাধ্যম না রেখে তথ্য ও এআই–নির্ভর ডিভাইসে পরিণত করা। ভবিষ্যতে সেন্সর ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর উপস্থিতি অনুযায়ী কনটেন্ট ও পর্দার আকার বদলাবে। যেমন, কেউ রুমে ঢুকলে অটো স্ক্রিনসেভার চালু হবে বা দূরত্ব অনুযায়ী লেখা বড়–ছোট হবে। এমনকি টিভি থেকেই ভার্চুয়াল শপিংয়ের সুবিধাও যুক্ত হতে পারে।

সামনে কী আসছে

গুগল জানিয়েছে, খুব শিগগিরই আরও অনেক ব্র্যান্ড ও মডেলে এই আপডেট চালু করা হবে। ফলে আগামী দিনে ঘরের টিভি হবে আরও কাস্টমাইজড, আরও স্মার্ট।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ০৫ অক্টোবর ২০২৫


গুগলের জেমিনি এখন স্মার্ট টিভিতে

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

featured Image
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট ‘জেমিনি’ এবার জায়গা করে নিচ্ছে স্মার্ট টিভিতে। প্রথমবারের মতো টিসিএলের ফ্ল্যাগশিপ মডেল QM9K-এ এই ফিচার যুক্ত হচ্ছে। এর ফলে টিভি আর শুধু বিনোদনের পর্দা নয়, হয়ে উঠবে একেবারে স্মার্ট ও ইন্টারঅ্যাক্টিভ হাব।কী কী সুবিধা মিলবেজেমিনি চালিত টিভিতে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত ও স্মার্ট রেসপন্স। ভয়েস কমান্ড দিয়েই চ্যানেল পরিবর্তন, কনটেন্ট খোঁজা বা মেন্যুতে নেভিগেট করা যাবে। ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী সিনেমা, শো বা চ্যানেলের পরামর্শও দেবে জেমিনি। শুধু তাই নয়, সাধারণ প্রশ্ন যেমন, একজন শিশু কীভাবে সৌরজগৎ বুঝবে বা ছুটিতে কোথায় বেড়ানো যায়—সেসবের উত্তরও পাওয়া যাবে সরাসরি টিভির স্ক্রিনে।পুরোনো টিভিতেও আসছে আপডেটশুধু নতুন মডেল নয়, এ বছরের শেষ নাগাদ পুরোনো গুগল টিভি প্ল্যাটফর্মেও জেমিনির আপডেট পৌঁছাবে। তবে এর জন্য প্রয়োজন হবে মাইক্রোফোন সম্বলিত রিমোট। সব পুরোনো টিভি মডেলেই সমান সুবিধা মিলবে না বলে জানিয়েছে গুগল।গুগলের লক্ষ্যপ্রযুক্তি জায়ান্টটির লক্ষ্য—টিভিকে কেবল বিনোদনের মাধ্যম না রেখে তথ্য ও এআই–নির্ভর ডিভাইসে পরিণত করা। ভবিষ্যতে সেন্সর ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীর উপস্থিতি অনুযায়ী কনটেন্ট ও পর্দার আকার বদলাবে। যেমন, কেউ রুমে ঢুকলে অটো স্ক্রিনসেভার চালু হবে বা দূরত্ব অনুযায়ী লেখা বড়–ছোট হবে। এমনকি টিভি থেকেই ভার্চুয়াল শপিংয়ের সুবিধাও যুক্ত হতে পারে।সামনে কী আসছেগুগল জানিয়েছে, খুব শিগগিরই আরও অনেক ব্র্যান্ড ও মডেলে এই আপডেট চালু করা হবে। ফলে আগামী দিনে ঘরের টিভি হবে আরও কাস্টমাইজড, আরও স্মার্ট।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত