
দেশব্যাপী বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচি চলমান থাকলেও, সরকার দলীয় মহল ভয়ঙ্কর অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পাঁচই আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার শুরু হয়েছে। এর মাধ্যমে ওয়ান-ইলেভেনের ‘মাইনাস টু’ ফর্মুলার সঙ্গে মিল রেখে অসমতল রাজনৈতিক মাঠ তৈরি করার চেষ্টা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা প্রতারিত হয়েছে। শিক্ষাঙ্গনে ষড়যন্ত্র চলছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের আগে ‘পোষ্যকোটা’ ইস্যু সামনে আনা হয়েছে পরিকল্পিতভাবে।
রুহুল কবির রিজভী বলেন, টিউলিপ সিদ্দিকী ইংল্যান্ডের এমপি হওয়া দেশের জন্য সম্মানের হলেও দুর্নীতির সংশ্লিষ্টতার কারণে তার মন্ত্রিত্ব চলে গেছে। পাসপোর্ট-পরিচয়পত্র সংক্রান্ত প্রমাণ থাকা সত্ত্বেও তিনি অস্বীকার করছেন।
তিনি আরও উল্লেখ করেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা বিদেশে প্রতারণার সঙ্গে জড়িত হচ্ছেন। এছাড়া বিতর্কিত সচিব মোখলেসুর রহমানকে কন্ট্রাক্ট সার্ভিসে রাখা হয়েছে। বিশেষ রাজনৈতিক দলের সদস্যদের ডিসি-এসপি পদে নিয়োগ দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
রিজভী প্রশ্ন তোলেন, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে কীভাবে পরিকল্পনা কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বসানো হয়?
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির জয় ঠেকাতে সরকার প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় মত্ত বলেও অভিযোগ করেন তিনি। তবে প্রশাসনের ভেতর থেকে যারা এই চেষ্টা করছে, তাদের উদ্যোগ সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন।
দুর্গাপূজা উপলক্ষে উসকানি ও নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়ে রুহুল কবির রিজভী নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান।
বিষয় : রুহুল কবির রিজভী
রোববার, ০৫ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে