সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি মামদানীর

মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি মামদানীর
মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি মামদানীর

নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানী।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানী স্পষ্টভাবে জানান, তার মেয়াদকালে যদি নেতানিয়াহু শহরে প্রবেশ করেন, তবে নিউইয়র্ক পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হলেও, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে তিনি সম্মান জানাবেন। মামদানীর ভাষায়, “এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করব। এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে থাকবে এবং নেতানিয়াহু বিমানবন্দরে নামামাত্রই তাকে আটক করা হবে।”

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে যুক্তরাষ্ট্র আদালতটির এখতিয়ার মানে না এবং আইনি দিক থেকে বিষয়টি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন মার্কিন আইন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকরা বলছেন, নিউইয়র্কে ইহুদিদের বড় একটি জনসংখ্যা বসবাস করে। তাই এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং স্পষ্ট করে জানান যে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের ওপর এই আদালতের কোনো এখতিয়ার নেই।

বিষয় : জোহরান মামদানী বেনিয়ামিন নেতানিয়াহু

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


মেয়র নির্বাচিত হলে নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি মামদানীর

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫

featured Image
নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুঁশিয়ারি দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানী।শনিবার (১৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানী স্পষ্টভাবে জানান, তার মেয়াদকালে যদি নেতানিয়াহু শহরে প্রবেশ করেন, তবে নিউইয়র্ক পুলিশকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হলেও, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানাকে তিনি সম্মান জানাবেন। মামদানীর ভাষায়, “এটি এমন এক প্রতিশ্রুতি যা আমি পূরণ করব। এই শহর আন্তর্জাতিক আইনের পক্ষে থাকবে এবং নেতানিয়াহু বিমানবন্দরে নামামাত্রই তাকে আটক করা হবে।”এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইসিসি গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তবে যুক্তরাষ্ট্র আদালতটির এখতিয়ার মানে না এবং আইনি দিক থেকে বিষয়টি বাস্তবায়ন করা প্রায় অসম্ভব বলেই মনে করছেন মার্কিন আইন বিশেষজ্ঞরা।বিশ্লেষকরা বলছেন, নিউইয়র্কে ইহুদিদের বড় একটি জনসংখ্যা বসবাস করে। তাই এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা বাড়াতে পারে। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের বিচারকদের বিরুদ্ধে পদক্ষেপ নেন এবং স্পষ্ট করে জানান যে, যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের ওপর এই আদালতের কোনো এখতিয়ার নেই।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত