
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘মানুষের উদ্দেশ্য চাকরি করা নয়। মানুষের জন্ম উদ্যোক্তা হিসেবে হওয়ার জন্য। তাই আমাদের উচিত সেদিকে এগিয়ে যাওয়া এবং সবার জন্য সেই সুযোগ তৈরি করা।’
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘মানুষ কারো চাকরি করার জন্য আসেনি। মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজেই সেদিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি।’
তিনি আরও বলেন, ‘এখন মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে উঠেছে। আমরা কারও নামের তালিকা তৈরি করিনি। ফলে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এর প্রধান কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে সব কাজেই বিশ্বের সঙ্গে যুক্ত করেছে। এখন প্রযুক্তির সদ্ব্যবহার করার সময় এসেছে।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা প্রতিটি মানুষকে তার নিজের সক্ষমতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায়, সেখানে যাওয়ার সুযোগ করে দিতে চাই। আশা করি, এই কাজে পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে।’
বিষয় : প্রধান উপদেষ্টা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে