সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

জাপানে পৌঁছেছে এনসিপি প্রতিনিধি দল

জাপানে পৌঁছেছে এনসিপি প্রতিনিধি দল
জাপানে পৌঁছেছে এনসিপি প্রতিনিধি দল | ছবি: এনসিপি মিডিয়া সেল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তাঁরা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।

প্রতিনিধি দলে রয়েছেন

সার্জিস আলম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)

নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক

মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়ক


সফরের উদ্দেশ্য

এই সফরে প্রতিনিধি দলটি জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তাঁরা জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে প্রবাসীদের সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।

প্রতিনিধিদের বক্তব্য

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম বলেন, “এনসিপি প্রবাসীদের কথা শোনার এবং তাঁদের সমস্যাগুলোকে প্রাধান্য দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই সফরের মাধ্যমে আমরা প্রবাসীদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে চাই।”


বিষয় : জাপান সফর নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মাহাবুব আলম সার্জিস আলম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫


জাপানে পৌঁছেছে এনসিপি প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধি দল জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে তাঁরা নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান।এর আগে, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে প্রতিনিধি দলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে রওনা হয়।প্রতিনিধি দলে রয়েছেন • সার্জিস আলম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) • নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সমন্বয়ক • মাহাবুব আলম, যুগ্ম মুখ্য সমন্বয়কসফরের উদ্দেশ্যএই সফরে প্রতিনিধি দলটি জাপানের দুটি গুরুত্বপূর্ণ শহর টোকিও ও ওসাকাতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং এনসিপির সমর্থকদের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া তাঁরা জাপানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করবেন। বৈঠকে প্রবাসীদের সমস্যা, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হবে।প্রতিনিধিদের বক্তব্যএনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেল সদস্য মাহাবুব আলম বলেন, “এনসিপি প্রবাসীদের কথা শোনার এবং তাঁদের সমস্যাগুলোকে প্রাধান্য দেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই সফরের মাধ্যমে আমরা প্রবাসীদের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক স্থাপন করতে চাই।”

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত