
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তবে, যদি রাজনৈতিক দলগুলো আন্তরিক প্রতিশ্রুতি ও সদিচ্ছা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন আয়োজন করা সম্ভব।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তৃতা করেন তিনি।
শুধু আইনকানুন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুন্দর মন-মানসিকতা না থাকলে কার্যত কোনো সুফল মিলবে না বলে যোগ করেন মাহবুব জুবায়ের।’
তিনি বলেন, এখন আর কালো টাকা ও মাসল পাওয়ার দিয়ে ইচ্ছেমতো ফলাফল প্রভাবিত করা আগের মতো সম্ভব নয়।
জামায়াতের এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, যদি আগামীর রাজনীতি, নির্বাচন ও নির্বাচনী পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনের বৈঠকে কোনো সমাধান না আসে, তাহলে তা জাতির জন্য একটি গভীর বিপর্যয় ডেকে আনবে।
জুবায়ের মনে করেন, কোনো রাজনৈতিক দলের মধ্যে ‘নির্বাচনে জিততেই হবে, ক্ষমতায় যেতেই হবে’–এই মানসিকতা থাকলে তা গণতন্ত্রের জন্য শুভ নয়। ‘নির্বাচনে প্রতিযোগিতা থাকবেই, তবে আগামীর বাংলাদেশ সবার–এই মানসিকতা সবার মাঝে থাকতে হবে।
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে