বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

জাককানইবিতে এডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি প্রদান

জাককানইবিতে এডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি প্রদান

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১২ জন শিক্ষার্থীকে এডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি প্রদান করা হয়েছে।

বুধবার (১০ আগস্ট) আইন বিভাগের মুট কোর্ট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৬ হাজার টাকার চেক তুলে দেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “সমাজের সচেতন অংশ হিসেবে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতি সমাজ ও দেশের বিশেষ প্রত্যাশা রয়েছে। আমি আশা করি, জ্ঞান অর্জন করে তোমরা সেই প্রত্যাশা পূরণ করবে। সরকারের করের টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো—তাই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা তোমাদের দায়িত্ব। যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেবে, আবেগ বা অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়।”

মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এই উপবৃত্তি চালু করা হলো। এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের মাঝে এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হবে।

অনুষ্ঠানে একই সঙ্গে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি ও আইন বিতর্ক ক্লাব।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫


জাককানইবিতে এডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি প্রদান

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ১২ জন শিক্ষার্থীকে এডভোকেট তপন বিহারি নাগ ছাত্র কল্যাণ উপবৃত্তি প্রদান করা হয়েছে। বুধবার (১০ আগস্ট) আইন বিভাগের মুট কোর্ট কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে ৬ হাজার টাকার চেক তুলে দেন।অনুষ্ঠানে উপাচার্য বলেন, “সমাজের সচেতন অংশ হিসেবে আইন বিভাগের শিক্ষার্থীদের প্রতি সমাজ ও দেশের বিশেষ প্রত্যাশা রয়েছে। আমি আশা করি, জ্ঞান অর্জন করে তোমরা সেই প্রত্যাশা পূরণ করবে। সরকারের করের টাকায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছো—তাই সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখা তোমাদের দায়িত্ব। যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেবে, আবেগ বা অন্যের চাপিয়ে দেওয়া সিদ্ধান্তে নয়।”মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এই উপবৃত্তি চালু করা হলো। এখন থেকে প্রতি বছর নিয়মিতভাবে আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের মাঝে এডভোকেট তপন বিহারি নাগ উপবৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে একই সঙ্গে আইন বিতর্ক উৎসব ২০২৫ এবং দ্বিতীয় অন্তঃবিভাগ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। এ আয়োজনে সার্বিক সহযোগিতা করে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট সোসাইটি ও আইন বিতর্ক ক্লাব।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত