
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনী উত্তাপের মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলগুলোর প্রার্থীরা সাইবার হামলার অভিযোগ তুলেছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই উভয়পক্ষ অভিযোগ করে, তাদের একাধিক প্রার্থীর ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল করে দেওয়া হয়েছে।
ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের আইডি প্রথমে ডিজেবল হয়, পরে কিছু সময়ের জন্য তা ফিরে পাওয়া গেলেও দুপুরে পুনরায় ডিজেবল হয়ে যায় বলে জানান নেতাকর্মীরা। একইভাবে প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদের অ্যাকাউন্টও ডিজেবল হয়।
তানভীর আল হাদী মায়েদ বলেন, আমার আইডিটিও লক করা হয়েছিল, যদিও পরে পুনরুদ্ধার করেছি। তবে জানি না আর কতক্ষণ তা টিকবে। আবিদ ভাই এবং হামিমের আইডি ভেরিফায়েড ছিল, আমারটি নয়। আমাদের এভাবে হারানো যাবে না যারা এমনটি ভাবেন, তারা বোকার স্বর্গে বাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ধরনের সাইবার হামলার যোগ্য জবাব দেবে।
অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের অ্যাকাউন্ট ডিজেবল হওয়ার বিষয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। একইসঙ্গে, গবেষণা ও প্রকাশনা সম্পাদক প্রার্থী সাজ্জাদ হোসাইন খান এবং সংগঠনটির মহানগর সভাপতি রেজাউল করীম শাকিলের অ্যাকাউন্টও সাসপেন্ড করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
সাজ্জাদ হোসাইন বলেন, আমার ফেসবুক আইডি সাইবার অ্যাটাকের মাধ্যমে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। আমাদের প্যানেলের আরও অনেক প্রার্থীর অ্যাকাউন্টে একই ধরনের হামলা হচ্ছে।
এই পরিস্থিতিতে সাইবার হামলার বিরুদ্ধে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিষয় : ডাকসু নির্বাচন ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে