
বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে একসময়কার সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী নায়িকা শাবানা ফিরলেন দেশের মাটিতে। দীর্ঘ ৫ বছরের বিরতির পর এ অভিনেত্রী বর্তমানে অবস্থান করছেন রাজধানীর বারিধারা ডিওএইচএসের নিজ বাড়িতে।
২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ তিনি দেশে এসেছিলেন। তখন শাবানা জানিয়েছিলেন, উপযুক্ত সুযোগ পেলে আবারও চলচ্চিত্রে যুক্ত হতে চান। তার স্বামী ও সাবেক সংসদ সদস্য ওয়াহিদ সাদিকও আশাবাদ ব্যক্ত করেছিলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে শাবানা প্রযোজনায় ফিরতে পারেন। তবে সেই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে।
এর আগে ২০১৭ সালে তিনি দেশে এসেছিলেন। সবশেষ আসা থেকে এবারের ফেরা পর্যন্ত শাবানাকে অপেক্ষা করতে হয়েছে পূর্ণ ৫ বছর।শাবানার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয় শিশুশিল্পী হিসেবে ষাটের দশকে ‘নতুন সুর’ চলচ্চিত্রের মাধ্যমে। নায়িকা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন ‘চকোরী’ সিনেমায়, যেখানে তার নায়ক ছিলেন নাদিম। এরপর ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ঢাকাই সিনেমার অন্যতম শীর্ষ নায়িকা।
তবে জনপ্রিয়তার তুঙ্গে থাকতেই হঠাৎ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাবানা। সেখানেই স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে নিউ জার্সিতে দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝে মাঝে তিনি দেশে এলেও সব সময় আলোচনার আড়ালেই থাকেন। দীর্ঘ বিরতির পর এবার দেশে ফেরা শাবানাকে ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে। তবে এবার তিনি সিনেমায় ফিরবেন কিনা সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে