সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম

রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম

ফেসবুকে এখন অনেক সমস্যার সমাধান করা সম্ভব; সেটা ছোট হোক বা বড়! যেমন, অভিনেত্রী শবনম ফারিয়া পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চান।

কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম। তিনি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক। সারজিস সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।

ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা পর্যন্ত মন্তব্য এসেছে এক হাজার ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন সারজিস আলম। তিনি লিখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকার ব্যবস্থা আছে। ডাকবাংলো রয়েছে, যা তুলনামূলকভাবে ভালো। এছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও রয়েছে। পঞ্চগড়ে আপনাদের স্বাগতম!’

সারজিসের এ মন্তব্যে এ নিউজ লেখা পর্যন্ত প্রত্যুত্তর এসেছে ৬২২টি। তবে এর রিপ্লাই তখনও দেননি ফারিয়া। অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।

উল্লেখ্য, জনপ্রিয় এ অভিনেত্রী এখন অভিনয়ে নিয়মিত নন। সময় পেলেই নুসরাত ফারিয়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়া সময় পেলেই ঘুরে আসেন দেশ বা বিদেশের কোনো জায়গায়।

বিষয় : সারজিস আলম

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫


রিসোর্ট খুঁজলেন শবনম ফারিয়া, পরামর্শ দিলেন সারজিস আলম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image
ফেসবুকে এখন অনেক সমস্যার সমাধান করা সম্ভব; সেটা ছোট হোক বা বড়! যেমন, অভিনেত্রী শবনম ফারিয়া পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চান।কীভাবে কী করবেন, এর কূল কিনারা করতে না পেরে ফেসবুকে দিয়েছেন পোস্ট। অনেকেই সমাধান দিয়েছেন। তবে সেখানে বেশ গ্রহণযোগ্য তথ্যটি দিয়েছেন সারজিস আলম। তিনি এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক। সারজিস সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া লেখেন, ‘পঞ্চগড় কিংবা কাঞ্চনজঙ্ঘার কাছে ফ্যামিলি নিয়ে ২/৩ দিন থাকার মতো কোনো রিসোর্ট/হোটেল কিংবা স্টে হোম এর মতো কিছু কেউ সাজেস্ট করতে পারেন?’শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টা পর্যন্ত মন্তব্য এসেছে এক হাজার ৮ শ’টির মতো। মন্তব্যকারীদের একজন সারজিস আলম। তিনি লিখেছেন, ‘তেঁতুলিয়ায় থাকার ব্যবস্থা আছে। ডাকবাংলো রয়েছে, যা তুলনামূলকভাবে ভালো। এছাড়া কয়েকটি এনজিওর রিসোর্টও রয়েছে। পঞ্চগড়ে আপনাদের স্বাগতম!’সারজিসের এ মন্তব্যে এ নিউজ লেখা পর্যন্ত প্রত্যুত্তর এসেছে ৬২২টি। তবে এর রিপ্লাই তখনও দেননি ফারিয়া। অনেকে বিষয়টি নিয়ে মজা করতেও ছাড়েননি।উল্লেখ্য, জনপ্রিয় এ অভিনেত্রী এখন অভিনয়ে নিয়মিত নন। সময় পেলেই নুসরাত ফারিয়া পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। এছাড়া সময় পেলেই ঘুরে আসেন দেশ বা বিদেশের কোনো জায়গায়।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত