বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
The Dhaka News Bangla

ছাত্র সংসদের রোডম্যাপ দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

ছাত্র সংসদের রোডম্যাপ দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা
ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণার দাবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। 

এরই ধারাবাহিকতায় আগামী রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শক, সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট এবং আইন অনুষদের ১-২ জন শিক্ষক অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গঠনতন্ত্র প্রস্তুত হওয়ার পর সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে পাঠিয়ে অনুমোদন নেয়ার চেষ্টা করা হবে।

কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবেই এ বিষয়ে টালবাহানা করছে। এই অবহেলা শিক্ষার্থীদের ক্ষোভকে আরও উসকে দিয়েছে।

গাজীপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেরিন তাসলিম মালিহা বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি আদায়ের অধিকার ও গণতান্ত্রিক নেতৃত্বের চর্চার জায়গা। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার কথা। কিন্তু প্রশাসন কেন এত অবহেলা করছে? ছাত্র সংসদ এখন সময়ের যৌক্তিক দাবি।”

আইন ও বিচার বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সানোয়ার রাব্বী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছাত্র সংসদ নিয়ে যদি প্রশাসন টালবাহানা করে, তাহলে অনশনে বসতে দ্বিতীয়বার ভাববো না। ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমার কোনো কিছু হয়ে গেলেও আফসোস থাকবে না।”

ফোকলোর বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হৃদয় হুঁশিয়ারি দিয়ে বলেন,

“আগামী রবিবার সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করবো। যদি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা না আসে, তবে আমি কাথা-কম্বল নিয়ে প্রশাসনিক ভবনে যাবো। সেখানেই আমরণ অনশন শুরু করবো এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিবো। যারা আগ্রহী, তারা একাত্মতা পোষণ করতে ।”

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এখনো গঠিত হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু প্রশাসন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে ছাত্র সংসদের বিকল্প নেই। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন দ্রুত সময়সীমা ঘোষণা না করলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। 

বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫


ছাত্র সংসদের রোডম্যাপ দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি ঘোষণা

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৫

featured Image
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তপ্ত হয়ে উঠছে শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় আগামী রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টা থেকে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৮৯তম সিন্ডিকেট সভায় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র পরামর্শক, সংশ্লিষ্ট অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট এবং আইন অনুষদের ১-২ জন শিক্ষক অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। গঠনতন্ত্র প্রস্তুত হওয়ার পর সেটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে পাঠিয়ে অনুমোদন নেয়ার চেষ্টা করা হবে।কিন্তু শিক্ষার্থীরা অভিযোগ করছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছাকৃতভাবেই এ বিষয়ে টালবাহানা করছে। এই অবহেলা শিক্ষার্থীদের ক্ষোভকে আরও উসকে দিয়েছে।গাজীপুর এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেরিন তাসলিম মালিহা বলেন, “ছাত্র সংসদ শিক্ষার্থীদের দাবি আদায়ের অধিকার ও গণতান্ত্রিক নেতৃত্বের চর্চার জায়গা। এখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার কথা। কিন্তু প্রশাসন কেন এত অবহেলা করছে? ছাত্র সংসদ এখন সময়ের যৌক্তিক দাবি।”আইন ও বিচার বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী সানোয়ার রাব্বী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ছাত্র সংসদ নিয়ে যদি প্রশাসন টালবাহানা করে, তাহলে অনশনে বসতে দ্বিতীয়বার ভাববো না। ছাত্রদের অধিকার আদায়ের জন্য আমার কোনো কিছু হয়ে গেলেও আফসোস থাকবে না।”ফোকলোর বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ঐশ্বর্য সরকার হৃদয় হুঁশিয়ারি দিয়ে বলেন,“আগামী রবিবার সকাল ১১টা পর্যন্ত অপেক্ষা করবো। যদি ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা না আসে, তবে আমি কাথা-কম্বল নিয়ে প্রশাসনিক ভবনে যাবো। সেখানেই আমরণ অনশন শুরু করবো এবং কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিবো। যারা আগ্রহী, তারা একাত্মতা পোষণ করতে ।”আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এখনো গঠিত হয়নি। অথচ বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু প্রশাসন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের ক্ষেত্রে ছাত্র সংসদের বিকল্প নেই। শিক্ষার্থীদের দাবি, প্রশাসন দ্রুত সময়সীমা ঘোষণা না করলে বৃহত্তর আন্দোলনে যাবে তারা। 

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত