নবোদ্যম ফাউন্ডেশনের ২০২৫–২৬ সালের জন্য নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সামাজিক উন্নয়ন, তরুণদের সম্পৃক্ততা এবং কমিউনিটি ক্ষমতায়নের কাজে এক বছরের জন্য নিয়োজিত থাকবে এই নেতৃত্ব। বৃহস্পতিবার (২৮ আগস্ট) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেয় নবোদ্যম ফাউন্ডেশন।
সংগঠনটির নতুন নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শরীফ ওবায়েদুল্লাহ। নির্বাহী পরিচালক তানভীর আহমেদ খান এবং মহাসচিব মো. আশিকুর রহমান। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল নোমান। আইন ও প্রশাসনবিষয়ক পরিচালক হয়েছেন হাসানুর রহমান।
শিক্ষা ও গবেষণা বিভাগ পরিচালনা করবেন মো. মিনহাজুল আবেদিন। তাকে সহায়তা করবেন সহকারী পরিচালক রিশাত আরা। স্বেচ্ছাসেবক ও তরুণ সম্পৃক্ততা বিভাগের পরিচালক হয়েছেন তানভীর আহমেদ। সহকারী পরিচালক হয়েছেন মো. ফয়সাল আহম্মেদ ভূঁইয়া ও মো. ইসমাইল হোসেন রিফাত।
এ ছাড়া সংগঠন উন্নয়ন বিভাগের পরিচালক হয়েছেন তানিম আহমেদ। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইদুজ্জামান শুভ এবং শাকিরা বিনতে আলম।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির নেতৃত্বে নবোদ্যম ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে