
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। কিছুদিন ধরে তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন।
সুধীর বাবু দুই ছেলে, পাঁচ কন্যা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। মঙ্গলবার রাতেই নিজ গ্রামে তার দাহক্রিয়া সম্পন্ন হয়।
তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান,
“বাবা আর আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন। খেলাধুলা, আড্ডা, ব্যবসা সবকিছুতেই তারা ছিলেন অবিচ্ছেদ্য।চাচার মৃত্যুর পর থেকে বাবা মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন।”
২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের ব্যবসায়ী আমীর হোসেন সওদাগরের জানাজায় সুধীর বাবুর কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানাজার মাঠের এক কোণে গাছের গুঁড়িতে বসে চোখ মুছতে থাকা তার সেই ছবি লাখো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। অনেকেই লিখেছিলেন— “সত্যিকারের বন্ধুত্ব জাত-ধর্ম মানে না।”
স্থানীয়রা জানান, জীবনের শেষ দিন পর্যন্ত দুই বন্ধুর সম্পর্ক ছিল গভীর ও অনন্য। শত ব্যস্ততার মাঝেও তারা একে অপর ছাড়া থাকতে পারতেন না।
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে