শনিবার, ২৩ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

চট্টগ্রামে তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন

চট্টগ্রামে তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন

তরুণদের লেখালেখির চর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন–২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন’। জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে।

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ লেখক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, সাংবাদিক আজহার মাহমুদ এবং প্রভাষক নেজাম উদ্দিন।

অতিথিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি। সঞ্চালনায় ছিলেন ঋতু দে ও নাজমুস সায়েম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের মধ্যে সেই আগ্রহ ও উদ্দীপনা আছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন, “তরুণ লেখকদের অনেকেই ইতোমধ্যে ভালো লিখছেন। নিয়মিত চর্চার মাধ্যমেই এই পথকে আরও শক্তিশালী করা সম্ভব।”

অনুষ্ঠানে তরুণ লেখকদের প্রকাশিত লেখার প্রদর্শনীও আয়োজন করা হয়। পরে ফোরামের বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।

বিষয় : চট্টগ্রাম কলেজ জাতীয় বিশ্ববিদ্যাল

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ২৩ আগস্ট ২০২৫


চট্টগ্রামে তরুণ লেখক সম্মেলন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

featured Image
তরুণদের লেখালেখির চর্চা ও সৃজনশীল চিন্তার বিকাশে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘তরুণ লেখক সম্মেলন–২০২৫ ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন’। জাতীয় বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় নাসিরাবাদ হাউজিং সোসাইটির এসডিজি ইয়ুথ ফোরাম হলে।‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ লেখক, গবেষক ও সাংবাদিকরা অংশ নেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাপ্তাহিক স্লোগান পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ সুব্রত বিকাশ বড়ুয়া, প্রভাষক মো. ইফতখারুল ইসলাম, সাংবাদিক আজহার মাহমুদ এবং প্রভাষক নেজাম উদ্দিন।অতিথিরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ লেখকদের প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রায়হান উদ্দিন ছিদ্দীকি। সঞ্চালনায় ছিলেন ঋতু দে ও নাজমুস সায়েম।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোজাহেদুল ইসলাম চৌধুরী বলেন, “লিখতে হলে পড়তে হবে, জানতে হবে। আপনাদের মধ্যে সেই আগ্রহ ও উদ্দীপনা আছে—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”প্রধান আলোচক ইফতেখার মারুফ বলেন, “তরুণ লেখকদের অনেকেই ইতোমধ্যে ভালো লিখছেন। নিয়মিত চর্চার মাধ্যমেই এই পথকে আরও শক্তিশালী করা সম্ভব।”অনুষ্ঠানে তরুণ লেখকদের প্রকাশিত লেখার প্রদর্শনীও আয়োজন করা হয়। পরে ফোরামের বর্ষসেরা সদস্য, সংগঠক ও লেখকদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে সমাপনী ঘোষণা করা হয়।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত