ঢাকার কদমতলীতে মধ্যরাতে এক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ আগস্ট) রাত ২টার দিকে ১০ তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।
খবর পেয়ে কেরাণীগঞ্জসহ নিকটস্থ স্টেশন থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ভোর সাড়ে ৩টার দিকে পুরোপুরি নেভানো সম্ভব হয়।
কেরাণীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হাসান উল আলম জানান, অগ্নিকাণ্ডে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে অন্তত ১১ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে স্থানীয়রা ধারণা করছেন, ভবনের এসির লাইনে বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করছে ফায়ার সার্ভিস।
বিষয় : অগ্নিকাণ্ড কদমতলী

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে