বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিজের ছয় বছর বয়সী সন্তানকে রক্ষা করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মনিরুল ইসলাম (২৮) মারা গেছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মনিরুল ইসলাম তার ছেলেকে নিয়ে নৌকায় করে পাশের গ্রামের একটি রাইস মিলে ধান পৌঁছে দিতে যাচ্ছিলেন। বিলের মাঝপথে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় তার ছেলে পানিতে পড়ে গেলে মনিরুল প্রাণপণ চেষ্টা করে ছেলেকে মাথার ওপর তুলে ধরে সাতরাতে থাকে। দীর্ঘ সময় ছেলেকে এভাবে নিয়ে পাড়ে পৌঁছে দিতে পারলেও মনিরুল নিজে আর উঠতে পারেননি।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত।

শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে মনিরুল ইসলাম নিজের জীবন দিয়েছেন। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫


নৌকাডুবিতে সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন বাবা

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় নিজের ছয় বছর বয়সী সন্তানকে রক্ষা করতে গিয়ে নৌকাডুবির ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মনিরুল ইসলাম (২৮) মারা গেছেন।বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত মনিরুল ইসলাম ব্রজবালা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।জানা যায়, মনিরুল ইসলাম তার ছেলেকে নিয়ে নৌকায় করে পাশের গ্রামের একটি রাইস মিলে ধান পৌঁছে দিতে যাচ্ছিলেন। বিলের মাঝপথে পৌঁছালে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এ সময় তার ছেলে পানিতে পড়ে গেলে মনিরুল প্রাণপণ চেষ্টা করে ছেলেকে মাথার ওপর তুলে ধরে সাতরাতে থাকে। দীর্ঘ সময় ছেলেকে এভাবে নিয়ে পাড়ে পৌঁছে দিতে পারলেও মনিরুল নিজে আর উঠতে পারেননি।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলী বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত।শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, ছেলেকে বাঁচাতে গিয়ে মনিরুল ইসলাম নিজের জীবন দিয়েছেন। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত