বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
The Dhaka News Bangla

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, নতুন অধ্যাদেশ জারি

দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, নতুন অধ্যাদেশ জারি
ছবি সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের নিয়মগুলো বাতিল করে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে। এর ফলে, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকবে না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধ্যাদেশে সই করেছেন।

সোমবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তার ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আর কোনো আইনি সুযোগ থাকবে না।

গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হল।

২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকে বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করা উচিত।

অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই বিধানটি বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা অনেক যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হবেন।

বিষয় : নির্বাচন

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


দলীয় প্রতীক থাকছে না স্থানীয় সরকার নির্বাচনে, নতুন অধ্যাদেশ জারি

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৫

featured Image
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বরাদ্দের নিয়মগুলো বাতিল করে সরকার একটি অধ্যাদেশ জারি করেছে। এর ফলে, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক থাকবে না। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধ্যাদেশে সই করেছেন।সোমবার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে, তার ফলে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়নের জন্য আর কোনো আইনি সুযোগ থাকবে না।গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত চারটি আলাদা অধ্যাদেশের খসড়া তৈরি করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। ২৪ জুলাই উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতি নিয়ে তা গেজেট আকারে প্রকাশ হল।২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর থেকে বিভিন্ন দল ও নির্বাচন বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করা উচিত।অন্তর্বর্তী সরকারের নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন দলীয় প্রতীক বাদ দেওয়ার সুপারিশ করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের ধারণা, এই বিধানটি বাদ দিলে রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা অনেক যোগ্য ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী হবেন।

The Dhaka News Bangla

সম্পাদক: তাসকিন আহমেদ রিয়াদ 

কপিরাইট © ২০২৬ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত