শনিবার, ১৬ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।

ওসি (ডিবি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিষয় : গ্রেপ্তার

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

শনিবার, ১৬ আগস্ট ২০২৫


সাবেক এমপি মমতাজের পিএসসহ গ্রেপ্তার ৬

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

featured Image
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে পৃথক অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান জুয়েলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে।শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক এমপি মমতাজ বেগমের ব্যক্তিগত সহকারী মো. মাহমুদুল হাসান (৪০), মানিকগঞ্জের ঘিওর উপজেলার বৈকন্ঠপুর গ্রামের মো. রতন খান (৪৩), মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম সেওতা এলাকার মো. আল আমীন (৩২), মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা গ্রামের মো. আলী বর্দি মিয়া (৭০), শিবালয় উপজেলার শিমুলিয়া গ্রামের মো. জসিম উদ্দিন (৪০) ও দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হাজী মশিউর রহমান (৬৫)।ওসি (ডিবি) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার বিভিন্ন থানায় দায়ের করা রাজনৈতিক মামলাগুলোতে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত শুনানি শেষে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত