রোববার, ১০ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা

সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা

মুরাদ হোসেন নামে এক সৎ বাবা ৬ বছরের মো. তাসিন নামের ছেলেটিকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে রাস্তার পাশে পুকুরে ফেলে চলে যান। পরে, আজিপুর ইসলাম নামে এক পথচারী ছেলেটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করতে থাকেন।

ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশু মো. তাসিন পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার শখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর বড়ভাই বিপ্লব ও সে মা ববিতা বেগমের কাছে থাকত। ৬-৭ মাস আগে লালমনিরহাট সদর উপজেলার সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মায়ের সঙ্গে বাবা মুরাদের বাড়িতে থাকা শুরু করে। শনিবার সৎ বাবা তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ।

বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে এক শিশুকে হাবুডুবু খেতে দেখে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যানতিনি বলেন, "বাজার করে ফিরছিলামঅটোরিকশার আলো পুকুরে পড়লে আমি দেখি ছেলেটি পানিতে ডুবছেসঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে তুলে আনা হয়পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে এসে শিশুটিকে থানায় নিয়ে যায়।"

ফুলবাড়ী থানা পুলিশের এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টা চালানো সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা-ভাই-নানীসহ পরিবারের লোকজন থানায় রয়েছেন।

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১০ আগস্ট ২০২৫


সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে ছেলেকে পুকুরে ফেলে দিলেন বাবা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image
মুরাদ হোসেন নামে এক সৎ বাবা ৬ বছরের মো. তাসিন নামের ছেলেটিকে সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে রাতে রাস্তার পাশে পুকুরে ফেলে চলে যান। পরে, আজিপুর ইসলাম নামে এক পথচারী ছেলেটিকে পুকুর থেকে উদ্ধার করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিশুটিকে দেখার জন্য অনেক মানুষ ভিড় করতে থাকেন।ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। শিশু মো. তাসিন পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার শখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।তাসিন জানায়, তার বাবার মৃত্যুর পর বড়ভাই বিপ্লব ও সে মা ববিতা বেগমের কাছে থাকত। ৬-৭ মাস আগে লালমনিরহাট সদর উপজেলার সাপটানা এলাকার আকবর আলীর ছেলে মুরাদ হোসেনের সঙ্গে তার মা ববিতা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সে মায়ের সঙ্গে বাবা মুরাদের বাড়িতে থাকা শুরু করে। শনিবার সৎ বাবা তাকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে বের হন। মোটরসাইকেলে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে রাত সাড়ে ৯টার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় নামক স্থানে রাস্তার পাশের পুকুরে ফেলে দিয়ে চলে যান মুরাদ।বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুরে এক শিশুকে হাবুডুবু খেতে দেখে ফকিরপাড়া গ্রামের আজিপুর ইসলাম তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। তিনি বলেন, "বাজার করে ফিরছিলাম। অটোরিকশার আলো পুকুরে পড়লে আমি দেখি ছেলেটি পানিতে ডুবছে। সঙ্গে সঙ্গে তাকে পুকুর থেকে তুলে আনা হয়। পরে ফুলবাড়ী থানার পুলিশ রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থলে এসে শিশুটিকে থানায় নিয়ে যায়।"ফুলবাড়ী থানা পুলিশের এসআই আব্দুর রহিম জানান, শিশুটিকে পানিতে ফেলে হত্যার চেষ্টা চালানো সৎ বাবা মুরাদ হোসেনকে লালমনিরহাট থানা-পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিশুটির মা-ভাই-নানীসহ পরিবারের লোকজন থানায় রয়েছেন।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত