রোববার, ১০ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

নিউজিল্যান্ড রেকর্ড গড়ে সিরিজ জয়

নিউজিল্যান্ড রেকর্ড গড়ে সিরিজ জয়
ছবি সংগৃহীত

নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বড় জয় অর্জন করেছে। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬০১ রান সংগ্রহের পর তাদের বড় জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে, এত বিশাল ব্যবধান কেউই হয়তো আশা করেনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।

টেস্ট ইতিহাসে ৩০টির বেশি ম্যাচে ৩০০ রানের বেশি ব্যবধানে জয় রয়েছে, কিন্তু ইনিংস ব্যবধান হিসেব করলে এই সংখ্যা মাত্র তিনটি। এসবের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বড় জয়টি নিউজিল্যান্ডেরই, যা তাদের টেস্ট ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয়। ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় দুই জয় ইংল্যান্ড (১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৫৭৯ রান) এবং অস্ট্রেলিয়া (২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৩৬০ রান) অর্জন করেছে।

ইনিংস ও ৩৫৯ রানের ব্যবধানে জয়ী হয়ে নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজটিও নিশ্চিত করেছে। আগের টেস্টে ৯ উইকেটে জিতেছিল তারা। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে।

তৃতীয় দিনে ৭ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ড আর ব্যাটিং করেনি, ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানো হয়। প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে আজ মাত্র ১১৭ রানে অলআউট হয়। এই দিনে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিষিক্ত জাকারি ফকস। তিনি ৩৭ রানে ৫ উইকেট নেন।

নিক ওয়েলশ ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটার নিউজিল্যান্ডের পেসারদের মোকাবেলা করতে পারেনি। ওয়েলশ ৪৭ রানে অপরাজিত ছিলেন। প্রথম ওভারেই আউট হন ব্রায়ান বেনেট। ওয়েলশ ক্রেগ আরভিনের সঙ্গে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন। আরভিন ১৭ রান করেন। বাকি সবাই সিঙ্গেল ডিজিটে আউট হন। ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি দুই করে উইকেট নেন।

নিউজিল্যান্ডের একমাত্র ইনিংসে ৬০১ রান সংগ্রহে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রের অবদান অপরিসীম। তিনজনই ১৫০’র বেশি রান করেছেন। প্রথম দিনেই জিম্বাবুয়েকে অলআউট করে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল। কনওয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন। উইল ইয়ং ৭৪ রানে আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে নামেন জ্যাকব ডাফি।

ডাফি কনওয়েকে দারুণ সঙ্গ দিয়েছেন এবং দ্বিতীয় দিনে আরও ২৮ রান করেছেন। ডাফি আউট হওয়ার পর কনওয়ে সেঞ্চুরি পূর্ণ করে ১৫৩ রানে আউট হন। এরপর নিকোলস ও রবীন্দ্র দ্বিতীয় দিন শেষ করেন। রবীন্দ্র তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন, ১৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নিকোলস ছিলেন ১৫০ রানে।

বিষয় : নিউজিল্যান্ড ক্রিকেট

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

রোববার, ১০ আগস্ট ২০২৫


নিউজিল্যান্ড রেকর্ড গড়ে সিরিজ জয়

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image
নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বড় জয় অর্জন করেছে। বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬০১ রান সংগ্রহের পর তাদের বড় জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে, এত বিশাল ব্যবধান কেউই হয়তো আশা করেনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে নিউজিল্যান্ড ইনিংস ও ৩৫৯ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করেছে।টেস্ট ইতিহাসে ৩০টির বেশি ম্যাচে ৩০০ রানের বেশি ব্যবধানে জয় রয়েছে, কিন্তু ইনিংস ব্যবধান হিসেব করলে এই সংখ্যা মাত্র তিনটি। এসবের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বড় জয়টি নিউজিল্যান্ডেরই, যা তাদের টেস্ট ইতিহাসে সর্বকালের সবচেয়ে বড় জয়। ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় দুই জয় ইংল্যান্ড (১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংস ও ৫৭৯ রান) এবং অস্ট্রেলিয়া (২০০২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ৩৬০ রান) অর্জন করেছে।ইনিংস ও ৩৫৯ রানের ব্যবধানে জয়ী হয়ে নিউজিল্যান্ড দুই ম্যাচের সিরিজটিও নিশ্চিত করেছে। আগের টেস্টে ৯ উইকেটে জিতেছিল তারা। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে অপরাজিত থাকার রেকর্ড ধরে রেখেছে।তৃতীয় দিনে ৭ উইকেট হাতে রেখে নিউজিল্যান্ড আর ব্যাটিং করেনি, ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠানো হয়। প্রথম ইনিংসে ১২৫ রানে অলআউট হওয়া জিম্বাবুয়ে আজ মাত্র ১১৭ রানে অলআউট হয়। এই দিনে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিষিক্ত জাকারি ফকস। তিনি ৩৭ রানে ৫ উইকেট নেন।নিক ওয়েলশ ছাড়া জিম্বাবুয়ের অন্য কোনো ব্যাটার নিউজিল্যান্ডের পেসারদের মোকাবেলা করতে পারেনি। ওয়েলশ ৪৭ রানে অপরাজিত ছিলেন। প্রথম ওভারেই আউট হন ব্রায়ান বেনেট। ওয়েলশ ক্রেগ আরভিনের সঙ্গে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন। আরভিন ১৭ রান করেন। বাকি সবাই সিঙ্গেল ডিজিটে আউট হন। ম্যাট হেনরি ও জ্যাকব ডাফি দুই করে উইকেট নেন।নিউজিল্যান্ডের একমাত্র ইনিংসে ৬০১ রান সংগ্রহে ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও রাচিন রবীন্দ্রের অবদান অপরিসীম। তিনজনই ১৫০’র বেশি রান করেছেন। প্রথম দিনেই জিম্বাবুয়েকে অলআউট করে নিউজিল্যান্ড প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলেছিল। কনওয়ে ৭৯ রানে অপরাজিত ছিলেন। উইল ইয়ং ৭৪ রানে আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে নামেন জ্যাকব ডাফি।ডাফি কনওয়েকে দারুণ সঙ্গ দিয়েছেন এবং দ্বিতীয় দিনে আরও ২৮ রান করেছেন। ডাফি আউট হওয়ার পর কনওয়ে সেঞ্চুরি পূর্ণ করে ১৫৩ রানে আউট হন। এরপর নিকোলস ও রবীন্দ্র দ্বিতীয় দিন শেষ করেন। রবীন্দ্র তার টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন, ১৬৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। নিকোলস ছিলেন ১৫০ রানে।

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত