
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ কথা জানিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে দেওয়া এই ভাষণে তিনি বলেন, “দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ নির্বাচন আমাদের সবার কাম্য। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।”
প্রধান উপদেষ্টা আরও জানান, নির্বাচন আয়োজনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। সময়মতো সব প্রস্তুতি সম্পন্ন করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই এখন সরকারের মূল অগ্রাধিকার।
এই ঘোষণার পর রাজনীতির মাঠে নতুন করে আলোচনার ঝড় বইছে। রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে আসন্ন নির্বাচনের জন্য।
বিষয় : প্রধান উপদেষ্টা ড. ইউনূস
বুধবার, ০৬ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে