মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫
The Dhaka News Bangla

নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের আয়োজনে উদ্যোক্তা মেলা

নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের আয়োজনে উদ্যোক্তা মেলা
নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের উদ্যোক্তা মেলা

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা সিজন ০৩ এবং ১ম রিসার্চ সিম্পোজিয়াম ২০২৫।

সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ দুটি আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগ ও গবেষণাধর্মী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। এ দিন সকালে ১০টায় মার্কেটিং বিভাগে উদ্যোক্তা মেলায় অংশ নেয় ৫টি দল, যারা উপস্থাপন করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, সামাজিক উদ্যোক্তা কার্যক্রম, পরিবেশবান্ধব পণ্য ও ই-কমার্সভিত্তিক পরিকল্পনা। বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোর্স অনট্রাপ্রনারশিপ ডেভেলপমেন্ট এন্ড এসএমই ম্যানেজমেন্ট কোর্সের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। যার তত্বাবধায়নে ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা। 

এর এক ঘণ্টা পর সকাল ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদের ষষ্ঠ তলায় শুরু হয় ১ম রিসার্চ সিম্পোজিয়াম ২০২৫। সেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মার্কেটিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থাপন করেন নানাবিধ গবেষণাপত্র।

উদ্যোক্তা মেলায় বিশেষ দৃষ্টি কাড়ে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের স্টার্টআপ, গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়নকেন্দ্রিক সোশ্যাল বিজনেস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়ের সুযোগ করে দেয়ার মতো নতুন পরিকল্পনা। এসময় সেরা উদ্যোক্তা হিসেবে "টিম দক্ষতা ডটকম"কে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিভাগের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নুরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই মেলা ও সিম্পোজিয়াম তরুণদের সৃজনশীলতা ও গবেষণার এক অসাধারণ সমন্বয়। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। শিক্ষার্থীরা যে উদ্ভাবনী চিন্তা ও গবেষণার দক্ষতা প্রদর্শন করেছে, তা দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।”

এছড়াও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন সহ প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, প্রভাষক মাহমুদা আক্তার এবং প্রভাষক সুমনা আকতার সুমি আয়োজন পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন আইডিয়া স্টল ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, “একই দিনে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও গবেষণার দুটি বড় প্ল্যাটফর্ম পেল। এগুলো তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং জাতির উন্নয়নে অবদান রাখবে।”

বিভাগের প্রভাষক ও মেলার তত্বাবধায়ক ও কোর্স ইনস্ট্রাক্টর জনাব কুমার বিশ্বজিৎ সাহা বলেন, ‘চার বছরের গ্র‍্যাজুয়েশন শেষে হয় কেউ কাউকে পরিচালিত করবে নয়তো তারা পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সবাই চাকরির জন্য প্রস্তুতি নেন। এরমধ্যে বড় একটা অংশ আছে, যারা নিজেদের মতো করে নতুন কিছু করে দেখাতে চান। তাদের জন্যই একটা কোর্স অন্তর্ভুক্ত রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে সেইসব জ্ঞান বিনিময়ের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

বিষয় : নজরুল বিশ্ববিদ্যালয়

যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে

The Dhaka News Bangla

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫


নজরুল বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের আয়োজনে উদ্যোক্তা মেলা

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৫

featured Image
ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো উদ্যোক্তা মেলা সিজন ০৩ এবং ১ম রিসার্চ সিম্পোজিয়াম ২০২৫।সোমবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ দুটি আয়োজন শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক উদ্যোগ ও গবেষণাধর্মী কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে। এ দিন সকালে ১০টায় মার্কেটিং বিভাগে উদ্যোক্তা মেলায় অংশ নেয় ৫টি দল, যারা উপস্থাপন করে প্রযুক্তি নির্ভর স্টার্টআপ, সামাজিক উদ্যোক্তা কার্যক্রম, পরিবেশবান্ধব পণ্য ও ই-কমার্সভিত্তিক পরিকল্পনা। বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত কোর্স অনট্রাপ্রনারশিপ ডেভেলপমেন্ট এন্ড এসএমই ম্যানেজমেন্ট কোর্সের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়। যার তত্বাবধায়নে ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা। এর এক ঘণ্টা পর সকাল ১১টায় ব্যবসায় শিক্ষা অনুষদের ষষ্ঠ তলায় শুরু হয় ১ম রিসার্চ সিম্পোজিয়াম ২০২৫। সেখানে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের আয়োজনে মার্কেটিং বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থীরা উপস্থাপন করেন নানাবিধ গবেষণাপত্র।উদ্যোক্তা মেলায় বিশেষ দৃষ্টি কাড়ে পরিবেশবান্ধব প্যাকেজিংয়ের স্টার্টআপ, গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়নকেন্দ্রিক সোশ্যাল বিজনেস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়ের সুযোগ করে দেয়ার মতো নতুন পরিকল্পনা। এসময় সেরা উদ্যোক্তা হিসেবে "টিম দক্ষতা ডটকম"কে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিভাগের পক্ষ থেকে পুরষ্কার তুলে দেয়া হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নুরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “এই মেলা ও সিম্পোজিয়াম তরুণদের সৃজনশীলতা ও গবেষণার এক অসাধারণ সমন্বয়। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের মধ্য দিয়েই প্রকৃত নেতৃত্ব গড়ে ওঠে। শিক্ষার্থীরা যে উদ্ভাবনী চিন্তা ও গবেষণার দক্ষতা প্রদর্শন করেছে, তা দেশের ব্যবসা ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে।”এছড়াও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন সহ প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, প্রভাষক মাহমুদা আক্তার এবং প্রভাষক সুমনা আকতার সুমি আয়োজন পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন আইডিয়া স্টল ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন বলেন, “একই দিনে শিক্ষার্থীরা সৃজনশীলতা ও গবেষণার দুটি বড় প্ল্যাটফর্ম পেল। এগুলো তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে সহায়ক হবে এবং জাতির উন্নয়নে অবদান রাখবে।”বিভাগের প্রভাষক ও মেলার তত্বাবধায়ক ও কোর্স ইনস্ট্রাক্টর জনাব কুমার বিশ্বজিৎ সাহা বলেন, ‘চার বছরের গ্র‍্যাজুয়েশন শেষে হয় কেউ কাউকে পরিচালিত করবে নয়তো তারা পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে সবাই চাকরির জন্য প্রস্তুতি নেন। এরমধ্যে বড় একটা অংশ আছে, যারা নিজেদের মতো করে নতুন কিছু করে দেখাতে চান। তাদের জন্যই একটা কোর্স অন্তর্ভুক্ত রয়েছে এবং শিক্ষার্থীদের সাথে সেইসব জ্ঞান বিনিময়ের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

The Dhaka News Bangla


কপিরাইট © ২০২৫ The Dhaka News Bangla । সর্বস্বত্ব সংরক্ষিত