
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে হার্টের জটিলতা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তার হার্টে চারটি ব্লক পাওয়া গেছে, এবং আগামী শনিবার (২ আগস্ট) সকাল ৭টায় তার বাইপাস সার্জারি নির্ধারিত হয়েছে। অস্ত্রোপচারটি পরিচালনা করবেন দেশবরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
দলের পক্ষ থেকে শুক্রবার (১ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।
তিনি বলেন, “আমাদের প্রিয় রাহবারের জন্য আমরা সবাই যেন দোয়া করি। নফল নামাজ, রোজা এবং দান-সাদাকার মাধ্যমে আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করাই এখন আমাদের দায়িত্ব।”
তিনি আরও জানান, ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত দলের জাতীয় সমাবেশ শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ডা. শফিক। দ্রুত তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা না পড়লেও চিকিৎসকেরা dehydration-এর লক্ষণ দেখতে পান।
পরে, নিশ্চিত হতে ৩০ জুলাই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর এনজিওগ্রাম করা হলে হার্টে চারটি ব্লক ধরা পড়ে। তবে বর্তমান সময়ে তিনি স্থিতিশীল এবং স্বজনদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তাও বলছেন।
ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় জামায়াতের পক্ষ থেকে দেশের প্রতিটি মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করার আহ্বান জানানো হয়েছে।
বিষয় : জামায়াত আমির
শনিবার, ০২ আগস্ট ২০২৫
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৫
যুক্ত থাকুন দ্যা ঢাকা নিউজের সাথে